ভেড়া গুলো মনের সুখে সারিবদ্ধভাবে দলবেঁধে ঘাস খাচ্ছে ||২৭ জুন ২০২৫||বিকেল ৫ টা

in animal •  4 days ago 

1751050252178.jpg

ভেড়া গৃহপালিত পশু এরা দলবদ্ধ থাকতে পছন্দ করে । আমাদের গ্রামে অনেক কৃষক ভাইয়েরা ভেড়া পালন করেন
ভেড়া শুধু নিরীহ প্রাণী নয়, এরা খুব সামাজিক জীবও। দল বেঁধে থাকতে ভালোবাসে আর নিজেদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখে। ভেড়ারা যখন মাঠে ঘাস খায়, তখন দেখতে খুব শান্ত আর মনোরম লাগে।
ভেড়া আমাদের জীবনে অনেক উপকার করে। এদের পশম দিয়ে আমরা গরম কাপড় তৈরি করি, যা শীতকালে আমাদের শরীরকে উষ্ণ রাখে। ভেড়ার দুধও খুব পুষ্টিকর, যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। ভেড়া আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করে। এরা ঘাস খেয়ে মাঠ পরিষ্কার রাখে, যা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে।

1751050252169.jpg

ভেড়া গৃহপালিত পশু যা মূলত মাংস ও পশমের জন্য পালন করা হয়। এরা দলবদ্ধভাবে চলাফেরা করে এবং চারণভূমিতে ঘাস খেতে পছন্দ করে। ভেড়া পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখে।
আমাদের বাংলার বুকে ভেড়া পাই বিলুপ্তের পথে।আগের দিনগুলিতে অনেক বেড়া পালন করতে দেখা গেছে । এখন হাতে গোনা কয়েকজন কৃষকের ঘরে ভেড়া আছে।

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuoS2M257288qaMvXNwDfLYtxPtnTQnZqXtS1SjPnmkG4wzdnfyVvxiKBpaTeHP...YEYU9oaxuFkRSCmez9suXYcwjtxrLrFMFAe7uXNP67N6UqoxxbzBTvPeSU6rmTGgcHRfy8Z1SMXXZaqUXF5KbmPDdDtyhJm2AFCDtsQsjX8AH4t9rXcwantYox.png

ডিভাইস:রেডমি নোট টেন প্রো ম্যাক্স
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২৭ শে জুন ২০২৫খ্রিঃ
সম্পাদনা :অ্যাডোবি লাইটরুম
লোকেশন:জামালপুর


আমার পরিচয়

FB_IMG_1750358414101.jpg

আমি মোঃ মো: আব্দুল আলিম । আমার Steemit অ্যাকাউন্ট @alimtutorial। আমি একজন বাঙালি এবং আমি একজন বাঙালি হতে পেরে গর্বিত। আমি Steemit কে অনেক ভালোবাসি।Steem it হলো একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মে মানুষ নিজেদের পছন্দ অপছন্দ শেয়ার করে এগিয়ে যাচ্ছে। তাই আমি এই প্ল্যাটফর্ম কে ভালবাসি। আমি পড়তে, লিখতে, ব্লগিং করতে, ফটোগ্রাফি করতে, সঙ্গীত করতে ভালোবাসি। আমি ভ্রমণ করতে ভালোবাসি।

প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@photoman Thank you very much for upvoting me.