ঈদের দিনে আবারো ফিরে আসার চেষ্টা

in hive-120823 •  3 months ago 

IMG_20250331_172819.png

স্টিমিটে আমি অনেক আগে থেকেই লেখালেখি শুরু করি। শুরুতে এটি আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি প্লাটফর্ম মনে হয়েছিল। এটি শুধুমাত্র একটি ব্লগিং প্ল্যাটফর্ম নয়, বরং এটি লেখকদের জন্য একটি দারুণ সুযোগ। এখানে আমরা আমাদের চিন্তা, অভিজ্ঞতা, এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি খুব সহজেই। নতুন কিছু শেখার প্রতি আমার আগ্রহ সবসময়ই বেশি ছিল, তাই স্টিমিট আমাকে সেই সুযোগ এনে দিয়েছিল। এখানে এসে আমি দেখলাম যে শুধুমাত্র ভালো কনটেন্ট তৈরি করলেই হয় না, বরং কমিউনিটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা, অন্যদের পোস্ট পড়া, মতামত জানানো এবং আলোচনায় অংশ নেওয়াটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি প্রথম দিকে বেশ উৎসাহ নিয়ে লিখতাম, নিয়মিত পোস্ট করতাম এবং স্টিমিটের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতাম। নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতাম, তাদের লেখা পড়ে অনুপ্রাণিত হতাম এবং আমার নিজের লেখালেখির দক্ষতা বাড়ানোর চেষ্টা করতাম।

প্রথম দিকে আমার স্টিমিটে বেশ ভালোই সময় কাটছিল। প্রতিদিন নতুন কিছু লিখতাম, কখনো নিজের অভিজ্ঞতা শেয়ার করতাম, কখনো কোনো তথ্যবহুল পোস্ট তৈরি করতাম। কমিউনিটি থেকে প্রতিক্রিয়া পেতে আমার দারুণ ভালো লাগত। নতুনদের সঙ্গে আলাপ হতো, পরিচয় হতো, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেতাম। এই প্ল্যাটফর্ম আমাকে লেখালেখিতে আরও আত্মবিশ্বাসী করে তুলেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমি ধীরে ধীরে কম সক্রিয় হয়ে পড়ি। অনেক সময় ব্যক্তিগত ব্যস্ততা, পড়াশোনা, অন্যান্য কাজের চাপে স্টিমিটের জন্য আলাদা সময় বের করতে পারতাম না। আবার কখনো কখনো মনে হতো, লিখলেও কেউ পড়বে না বা আমার পোস্ট তেমন একটা গুরুত্ব পাবে না, এই ধরনের নেতিবাচক চিন্তা মাথায় চলে আসত। ফলে ধীরে ধীরে লেখার প্রতি আগ্রহ কমতে থাকে।

তারপরও আমি মাঝে মাঝে ফিরে আসার চেষ্টা করেছি। কয়েকবার পরিকল্পনা করেছিলাম যে এবার থেকে আমি নিয়মিত হব, প্রতিদিন বা অন্তত সপ্তাহে কয়েকদিন কিছু না কিছু লিখব। কিন্তু প্রতিবারই অলসতা আমাকে পিছিয়ে দিয়েছে। শুরুতে কয়েকদিন উদ্যমের সঙ্গে কাজ করতাম, নতুন পোস্ট করতাম, অন্যদের পোস্ট পড়তাম, কিন্তু ধীরে ধীরে আগের মতো উৎসাহ হারিয়ে ফেলতাম। অলসতা আমাকে এতটাই গ্রাস করেছিল যে আমি নিজেই বুঝতে পারিনি কখন স্টিমিটের প্রতি আমার আগ্রহ একেবারে কমে গেছে। তবে আমি জানি, এটি আমার জন্য ক্ষতির কারণ হয়েছে। লেখালেখির ধারাবাহিকতা হারিয়ে ফেলেছি, কমিউনিটির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, এবং নতুন কিছু শেখার সুযোগও হাতছাড়া হয়েছে। যদি আমি নিয়মিত থাকতে পারতাম, তাহলে হয়তো এখন অনেক ভালো অবস্থানে থাকতে পারতাম।

তবে আজ ঈদের দিন, আর আমি এই আনন্দের দিন থেকে নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। ঈদ নতুন আশার বার্তা নিয়ে আসে, পুরোনো ভুলগুলোর সংশোধন করার একটি সুযোগ দেয়। তাই আমি ভাবলাম, কেন না এই দিন থেকেই আমি আবার স্টিমিটে সক্রিয় হওয়ার চেষ্টা করি? অলসতা অনেকদিন আমাকে পেছনে টেনেছে, কিন্তু এবার আমি সেটার বিরুদ্ধে লড়তে চাই। লেখালেখি আমার ভালো লাগে, নতুন নতুন বিষয় জানার এবং জানানোর মধ্যে আনন্দ পাই। শুধু অলসতার কারণে আমার এই অভ্যাস হারিয়ে যেতে পারে না।

এবার আমি শুধু স্বপ্ন দেখব না, বাস্তবে সেটি বাস্তবায়ন করব। অলসতাকে আর জায়গা দেব না, অজুহাত দেখাব না। লেখালেখি শুধু সময় কাটানোর মাধ্যম নয়, এটি আমার ব্যক্তিগত উন্নতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এবার আমি আমার প্রতিশ্রুতি ভাঙবো না। ঈদের এই শুভক্ষণ থেকেই আমার স্টিমিটে ফিরে আসার নতুন যাত্রা শুরু হলো, এবং আমি এটিকে দীর্ঘস্থায়ী করতে বদ্ধপরিকর।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...