Steem representative একটা গুরুত্বপূর্ণ পদ যেখানে অনেক দিকে নজর রাখতে হয়।
বেশি গুরুত্বপূর্ণ এখানে অনেক অভিজ্ঞতা ও প্রয়োজন যেটা আপনার রয়েছে। দীর্ঘদিন ধরে এই পদে আপনি সম্মানের সহিত আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। এমনকি অন্য অনেকের তুলনায় আপনি একদমই Perfect.
কেউ কেউ তো পদ পাওয়ার আগের কথাতেই সীমাবদ্ধ কিন্তু পদ পাওয়ার আর সেই কথা আর কাজে সাদৃশ্য দেখা যায় না। যদি পাঁচজন Representative perfect থাকে তাহলে তাদের মধ্যে আপনিও একজন যিনি পক্ষপাতহীন ভাবে শুধুমাত্র steemit.com প্ল্যাটফর্মের ভালোটাই চেয়েছেন।
খুব শীঘ্রই আপনাকে হয়তো আবারো সেই সম্মানের স্থানে অর্থাৎ steem representative পদে দেখতে পারবো।
Steemit platform কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এটা বিশ্বাস করি যে কর্তৃপক্ষ সঠিক পদের জন্য সঠিক steemian দেরকেই নির্বাচন করবেন।
শ্রদ্ধেয়া এমডিন মহোদয়া, অনেক অনেক শুভকামনা রইলো। ঈশ্বর আপনার সহায় হোন।
আসলে অনেক কিছু আছে যেগুলো মনে চেপে রেখেছি, শুধু নিজের কাজটি সততার সাথে করে যাচ্ছি, বাকিটা সৃষ্টিকর্তা জানেন।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান অভিমত প্রকাশ এর জন্য।
আমাদের দৃষ্টিভঙ্গি যখন মেলে না, তখন সোজা বিষয়কেও বাঁকা ভাবে নিয়ে থাকি, কারণ সত্যি হজম সকলে করতে পরে না, আর দাসত্ব প্রথায় আমি বিশ্বাসী নই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit