গিয়েছিলাম বোনের মাস্টার্স এর ভর্তি হওয়ার জন্য। আপনারা জানেন আমার বোন বাইরে থাকে তাই ওর যেকোনো এডমিশন বা কলেজের দরকার হলে আমি যাই কাজ করার জন্য এটা আমার দায়িত্ব।। আপনারা জানেন বর্তমানে এইচএসসি পরীক্ষা হচ্ছে আর সরকারি কলেজে পরীক্ষা হয়।। আমি বোনের কাজের জন্য সর্বপ্রথম কলেজের সামনেই একটা দোকানে যায় কিছু কাগজ ফটোকপি করার জন্য।।
![]() |
---|
মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য বেশ কিছু ডকুমেন্টস লাগে কিছু অনলাইন থেকে বের করতে হয় আবার নিজের ছবিও লাগে।। পরে সব কিছু রেডি করার পর কলেজে যাব,, আর যেয়ে দেখি গেট বন্ধ কারণ এইচএসসি পরীক্ষা হচ্ছে আর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কাউকে ভেতরে প্রবেশ করতে দিবে না ।। শুনে কিছুটা বিরক্ত লাগতেছিল কারণ তখন বাজে এগারোটা আমার আরো দুই ঘন্টার মত অপেক্ষা করতে হয়।।।
যেহেতু গেছি তাই ভাবলাম যত সময় লাগুক না কেন কাজটা শেষ করে যাব তাহলেই ভালো হবে।। তাই সেই কম্পিউটারের দোকানে বসে থেকে মোবাইল দেখতে থাকলাম আবার কিছু আপু ও ভাই এরাও এসেছে ভর্তি হবে পরে তাদের সাথে পরিচয় হলাম কিছু সময় গল্প করলাম।। তারাও জানে না কলেজে ঢুকতে দেবে না আমার মত তারাও অনেক আগে এসেছে।। পরে অনেক সময় অপেক্ষা করার পর অবশেষে সময় হলো গেট খোলার।।
![]() |
---|
পরে রাস্তায় বের হয়ে দেখি অনেক অটো আর শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বের হচ্ছে তাই কিছু সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলাম যখন সবাই চলে গেল পরে কলেজে ঢুকলাম। আর কলেজে যেয়ে দেখি আমার আগেও আরো কয়েকজন অলরেডি কাগজ জমা দিচ্ছে পরে আমিও কাগজ জমা দিলাম।। সে আমার কাগজ চেক করে বলল আপনার রেজিস্ট্রেশন মূলকপি কোথায় আমি বললাম বাসায়।। সে বলল মূল কবি ছাড়া নেওয়া হবে না আপনি ফটোকপি দিয়েছেন।।
![]() |
---|
তার কথা শুনে রাগ উঠে গেল এত দূর থেকে গেলাম আর একটা কাগজের জন্য আবার বাসায় আসতে হবে।। পরে তাকে বললাম অনেক দূর থেকে এসেছি এগুলোই রাখেন,, এখন বাসায় যেতে পারবো না।। যদিও এই কাগজগুলো দিয়েই সব কাজ হবে তারপরও তারা মূল কপি চাই।। পরে তাকে সেই কাগজ গুলি দেই আর তিনি বলেন যদি পারেন মূলক কবিটা পাঠিয়ে দিয়েন আমি বললাম ঠিক আছে।।
![]() |
---|
পরে তাকে কাগজ দিলাম।। সব মিলিয়ে প্রায় ৪৫০০ টাকার মতো লাগলো।। পরে কাজ শেষ করে কলেজ থেকে বের হয়ে বাসায় আসার জন্য রওনা দিলাম।। বাসায় আসার পথে আমার কিছু কাজ ছিল সেগুলো করি।। মূলত আমার ফোনের ইয়ারফোন নিব তাই সেখানে যেয়ে ইয়ারফোন দেখি কিন্তু ইয়ারফোন পাইনা পরে কিছু দোকান দেখার পর সেখান থেকে বাসায় চলে আসি।।।