মাছ ধরার দৃশ্য

in hive-120823 •  3 days ago 
1000002690.jpg

বর্তমান সময়ে প্রতিটা বিলে অনেক পরিমান মাছ হয়েছে কিছুদিন আগে বৃষ্টি হওয়ার জন্য এখন সব ধরনের মাছ পাওয়া যায়।। আমাদের এলাকায় কিছু মানুষ মাছ ধরার প্রতি অনেক বেশি আসক্ত। তারা যখন মন চায় তখনই মাছ ধরার কাজে লেগে যায়, শুধু এলাকায় যে মাছ ধরে এরকম টা না অন্যান্য জায়গায় যেয়েও তারা মাছ ধরে থাকে।। গতকাল দুপুরে আমাদের বাসার সামনেই একটা বিল আছে সেখানে মাছ ধরতেছে । সম্পর্কে সে আমার ভাই হয় বাসা থেকে খুব দূরে নয় তাদের বাসা।।

1000002680.jpg
1000002679.jpg

আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিভাবে মাছ ধরতেছে ।। আমাদের এখানে এই জালকে বলা হয় নেট জাল বা মাঝি জাল একেকজন এটাকে একেক নামে ডেকে থাকে। আমাদের বাড়ির সামনে এই বিলটা বেশ বড় অনেক জায়গা থেকেও মানুষ আছে মাছ ধরতে।। আমাদের এলাকার কিছু মানুষ প্রতিদিনই মাছ ধরতে আসে।। বর্তমান সময়ে সব ধরনের মাছ এখানে পাওয়া যায় ছোট থেকে বড়।

f555732a-dc34-47a1-a019-06315f89647f-1_all_1146.jpg
1000002685.jpg

আমার এই ভাইটা ছোট থেকেই মাছ ধরতো, যেখানেই মাছের কথা শুনে সে সেখানেই ছুটে যায়।। আসলে কিছু মানুষ থাকে যাদের কাজই হল মাছ ধরা। কোথায় কিভাবে মাছ ধরবে এটাই যেন তাদের মূল লক্ষ্য। আবার দেখা যায় তারা কিন্তু মোটামুটি মাছ ধরতে পারে আবার সেগুলো বিক্রি করে।।

1000002684.jpg
1000002676.jpg

এভাবে নেট দিয়ে মাছ ধরলে অনেক মাছ ধরা যায় কিন্তু মানুষও কয়েকজন লাগে।। আমি দাঁড়িয়ে থেকে তাদের মাছ ধরার দৃশ্য দেখতে ছিলাম।। যেহেতু বাসার কাছেই তাই তাদের মাছ ধরার দৃশ্য উপভোগ করতেছিলাম।। যদিও খুব বেশি মাছ ধরতে পারিনি কারণ মানুষ কম থাকার জন্য তারা পরিপূর্ণভাবে জালটা সেট করতে পারেনি আর সেজন্য মাছও কম পেয়েছে।।।

1000002678.jpg

আর হ্যাঁ এই বিলের মাছ অনেক সুস্বাদু হয়ে থাকে কারণ এটা নদীর সাথে যুক্ত আছে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন নদীর পানি এখান দিয়ে আসে যার ফলে নদীর মাছও এখানে পাওয়া যায়।। আর হ্যাঁ নদীর মাছ তুলনামূলক মূল্য বেশি নিয়ে থাকে।। আর কিছু দিন গেলে আমাদের এখানে সব ধরনের মাছ পরিপূর্ণভাবে পাওয়া যাবে।। আর যখন অনেক মাছ পাওয়া যায় তখন মূল্য অনেক কম থাকে কারণ সকলের মাছ ধরে থাকে।।হ

আর প্রতিবছরই এই সময়ে মাছের মূল্য কম থাকায় আমরা যারা মাছ ধরি না তাদের জন্য ভালো। কারণ মাছের মূল্য কম থাকে আর অনেকেই তখন মাছ কিনতে পারে।। আমরা এ সময়ে একটু বেশি করে মাছ কিনে ফ্রিজে রেখে দেই কারণ কিছুদিন যাওয়ার পর আবারো মাছের মুল্য বেশি হয় তাই এখন ফ্রিজে রেখে দিলে সেগুলো পরবর্তীতে বের করে খাওয়া যায়।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...
Loading...