আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
🤗হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি । আজকে আপনাদের সকলের মাঝে আমার অংকন করা চমৎকার একটি অংকন নিয়ে এসেছি।
অংকন করাটা খুবই মজার একটি কাজ যে অংকন করে সে এ মজাটা উপভোগ করতে পারে কারণ রং দিয়ে যখন একটি ছবির মধ্যে রং করা হয় তখনই এই ছবিটির রূপ বদলে যায় যা খুব ভালো লাগে অঙ্কনের মাধ্যমে খুবই সুন্দর একটি অনুভূতি পাই যা সকালে অনুভব করতে পারে না সুন্দর একটি অংকন তৈরি করতে পারলে যে অঙ্কনটি তৈরি করে সে বুঝে এর আনন্দ কত বেশি। আমিও ঠিক তেমনি সুন্দর সুন্দর অংকন তৈরি করার চেষ্টা করি আমি অংকন করতে বেশ পছন্দ করি তাই যখনই আমার ইচ্ছা করে তখনই নতুন একটি অঙ্কন করার চেষ্টা করি। আজকে আমি রাতের অন্ধকারের আকাশের ও চারপাশের পরিবেশের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যা আমার তৈরি করতে বেশ ভালো লেগেছে। আমরা যখন একটি ছবি অঙ্কন করার চেষ্টা করি তখন আমরা ছবিটিকে সুন্দর করার জন্য নানারকমের ডিজাইন করে থাকে এই ডিজাইনগুলোর মাধ্যমে ছবিটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকে তবে রং করার পরে ছবিটি দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখায়।
অঙ্কনের চূড়ান্ত রূপ
প্রয়োজনীয় উপকরণ
১.সাদা কাগজ
২. পেন্সিল
৩. রাবার
৪. রং
ধাপ -১
প্রথমে আমি সাদা কাগজের উপরের অংশে গাঢ় নীল রং দিয়ে রং করে দিলাম।
ধাপ -২
এবার আমি নীল রঙের নিচের অংশে একটি রং দিয়ে রং করে দিলাম ও বাকি অংশ আমি আরো একটি রং দিয়ে রং করে দিলাম।

ধাপ -৩
এবার আমি উপরের অংশে অনেকগুলো তারা অংকন করে দিলাম ও তার সাথে সাদা রঙের কিছু ফোঁটা দিয়ে ডিজাইন করে নিলাম।
ধাপ -৪
অংকনটির নিচের অংশে আমি কালো রং দিয়ে কিছু গাস অঙ্কন করে নিলাম

ধাপ -৫
গাছের একপাশে আমি কালো রং দিয়ে আমি সুন্দর সুন্দর দুইটি গাছ অঙ্কন করে নিলাম।
শেষ ধাপ
সবার শেষে, অঙ্কনের একপাশে আমি একটি বোর্ড অঙ্কন করে আমার অঙ্কনটি এখানে শেষ করলাম।
আজকের এই অংকনটি করতে আমার অনেক ভালো লেগেছে কারণ রাতের অন্ধকারে আকাশের এই সুন্দর তারার মেলা উপভোগ করতে আমাদের সকলেরই ভালো লাগে তাই আমি আমার অংকনে এই দৃশ্যটি ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সকলের মাঝে আমার অংকন করা ছবির প্রতিটি ধাপ তুলে ধরলাম আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।
আজকে আপনি সুন্দর একটি রাতের দৃশ্য এঁকে শেয়ার করেছেন। আজকের ছবি আঁকাতে আপনি জলরং ব্যবহার করেছেন আমিও কিছুদিন আগে জলরঙের ব্যবহার শিখছিলাম। আমার বোনকে দেখি ও সব সময় জল রং নিয়ে ব্যস্ত থাকে। এমনি রংয়ের থেকে জল রং করতে ভীষণ ভালো লাগে। আপনার ছবি আঁকাটি খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা রং আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দর ছবি আঁকা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit