Better Life With Steem || The Diary game || 28/06/2025

in hive-120823 •  5 days ago 

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা
আজকের এই গল্পটি আমি লিখছি আমাদের গ্রামে সাধারণ অথচ হৃদয় ছোঁয়া দিনের অভিজ্ঞতা নিয়ে। কখনো এমন কিছু দিন থাকে যেগুলো তো খুব বেশি কিছু ঘটে না কিন্তু মনটা একদম ভরে যায়।আজ ছিল ঠিক তেমনি একটি দিন সহজ শান্ত কিন্তু আবেগে পূর্ণ।। সকালে প্রথম আলো ফোটার আগেই আমি ঘুম থেকে উঠে যাই। হালকা ঠান্ডা হাওয়াই ভরে উঠছিল চারপাশ। বাহিরে এসে দেখি উঠান টা শুকনোপাতা আর ধুলোয় একেবারে ভরে আছে। এটা আমার নিত্যদিনের কাজ। তাই কাজের শুরুতেই উঠান ঝাড়ু দেওয়া শুরু করলাম।

IMG_20250628_184033.jpg

তারপর চুলার ভেতর থেকে ছাই গুলো পরিষ্কার করে বাইরে ফেলে দিলাম। এইসব ছোট ছোট কাজই কিনা গ্রামের জীবনের এক অনিবার্য অংশ। ছাই ফেলার পর চলে গেলাম গোয়াল ঘরের দিকে।গরুর গোবর পরিষ্কার করলাম সব কিছু গুছিয়ে ফেললাম যেন গোয়ালঘরও নতুন দিনের জন্য প্রস্তুত থাকে। এসব কাজ শেষে বাড়ির ভেতরে ফিরে রান্নার কাজ শুরু করলাম। ভাত ডাল আলু ভর্তা আর ডিমভাজি, অসাধারণ কিন্তু মায়া মাখা রান্না। রান্না শেষ হতেই মেয়েকে ডেকে খাওয়ালাম।

IMG_20250628_184045.jpg

ওর মুখের হাসিটা দেখলে মনটা একেবারে আনন্দে ভরে যায়। তারপর আমরা সবাই একসাথে খেতে বসলাম। আমার এই ছোট্ট পরিবারে আছে আমার শ্বশুর-শাশুড়ি আমার হাজব্যান্ড এখন বাড়িতে আছে সে, আমার মেয়ে আর আমার একটা বড় ননাসের বড় ছেলে।সে ছোটবেলা থেকেই আমাদের এই বাড়িতেই বড় হয়েছে। এখন সে ক্লাস টেনের এসএসসি পরীক্ষা দিয়েছে। আমার হাজব্যান্ড এক মাসে ছুটিতে এসেছে। যেহেতু আমরা তার সাথেই ছিলাম এতদিন কিন্তু এবার আমাদের রেখে যাওয়ার জন্য এসেছে। এতদিন একসাথে থাকার পর সে চলে যাবে শুনে মনটা ভীষণ খারাপ হয়ে পড়ল।

IMG_20250628_184102.jpg

ভীষণ মন খারাপ লাগছিল কারণ ওর চলে যাওয়া দিনগুলো গুনে গুনেই যেন মনটা ভার হয়ে আছে। হাতে আছে আর মাত্র কয়েকটা দিন তারপর আবারও সেই দূরত্ব সেই প্রতীক্ষা। দুপুরের দিকে হালকা বিশ্রামের পর সিদ্ধান্ত নিলাম আজ যেহেতু সময় আছে একটু ছোট ননাসের বাড়ি ঘুরে আসি। তাই আমি আমার হাজবেন্ড আর আমাদের ছোট্ট মেয়ে রওনা হলাম। বাইকে করে পৌঁছালাম ননাসের বাড়িতে।ওরা অনেক খুশি হল আমাদের দেখে। গল্প করতে করতে দুপুর গড়িয়ে গেল। খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু বিশ্রাম নিচ্ছিলাম।

হঠাৎ দেখি আমার ছোট ননাস একগাল হাসি নিয়ে মরিচের জমি থেকে ফিরছে। হাতে অনেকগুলো কাঁচামরিচ আর সাথে কিছু টাটকা পটল। ওনার চোখে মুখে খুশির ছাপ গাছে প্রচুর মরিচ হয়েছে,সেটা তুলে এনেছে।সেই টাটকা সবজিগুলো যেন গ্রামের সরল অথচ পরিপূর্ণ জীবনের এক প্রতিচ্ছবি। আমি ওনার হাত থেকে মরিচ আর পটল নিয়ে মনে মনে ভাবলাম শহরে থেকে এত দাম দিয়ে যে সব জিনিস কিনি এখানে তার সবই প্রকৃতি নিজস্ব উপহার। এক মুহূর্তের জন্য হলেও আমি প্রকৃতির প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করলাম।

IMG_20250628_184132.jpg

ননাসের বাড়ি থেকে ফেরার পথে আমার হাজবেন্ড চুপচাপ গাড়ি চালাচ্ছিল।আমি ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম কি ভাবছো। সে একটু হাসলো বলল এই সুন্দর দিন গুলো খুব মিস করব। আমি কিছু বললাম না শুধু ওর হাতটা শক্ত করে ধরে রাখলাম। গ্রামের দিনগুলো বড় শান্ত কিন্তু প্রতিটি দিন যেন নতুন এক গল্প বলে দেয়। আজকের দিনটা সেরকমই এক গল্পের অংশ হয়ে থাকবে। রান্না খাওয়া পরিবারকে নিয়ে সময় কাটানোর ননাসের বাড়ি যাওয়া আর সেই সবুজ মরিচ আর পটলের ঘ্রাণ সবকিছু মিলিয়ে আজকের দিনটা হয়ে উঠেছে অমূল্য।

এই মুহূর্তগুলোই আমাদের জীবনের আসল সম্পদ। যেগুলো শহরের কোলাহলে হারিয়ে যায়। তাই ভাবলাম এসব ছোট ছোট স্মৃতিকে লিখে রেখে দিলে হয়তো একদিন অনেক দূরে বসে পড়লে আবার সেদিনের গন্ধ টেনে আনবে। আজকের দিনটা ছিল সাধারণ কিন্তু তাতে ছিল ভালোবাসা যত্ন আর সম্পর্কের গভীরতা। আমার মেয়ের ছোট্ট ছোট্ট হাসি হাসবে চুপচাপ ভালোবাসা আর ননাসের জমির সেই সবুজ ফসল সবকিছু একসাথে মিলে এক অনন্য গল্প হয়ে উঠেছে। এই গল্পটি শুধু আমার না আমাদের সকলের যারা ভালবাসে গ্রামের সহজ সরল জীবনকে।আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Cabe yang di foto nomor 1 pasti pedasnya pow.....luar biasa, saya juga menanamnya di rumah, walaupun pedas saya suka mengigitnya saat makan gorengan ataupun makan nasi karena kuah yang tidak ada rasa pedas sama sekali.

Terkadang saya makan nasi menggunakan minyak sisa gorengan ikan dan menambahkan sedikit garam dan juga ikan asin , kemudian mengigit cabe ini beberapa buah , selera makan Saya menjadi tak terkontrol saking enaknya 🤭


SPOT-LIGHT TEAM: Your post has been voted on from the steemcurator07 account.

Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team.

1000006091.png


খুবই ভালো লাগলো পোস্টটা পড়ে , খুব সুন্দর একটা দিন কাটিয়েছেন। আমাদের নারীদের সংসারের কাজ কর্মে এত বেশি ব্যস্ত থাকি যে এই ব্যস্ততার মাঝেও যদি প্রিয় মানুষগুলোর সাথে কিছুটা সময় আনন্দে কাটানো যায় তাহলে এর মাঝে।

মাশাআল্লাহ মিরা বেশ বড় হয়ে গিয়েছে, পোস্টটা পড়ার সময় আজ আমার পাশেই আয়িশা ছিলো ও তো দেখে বেশ আনন্দ পাচ্ছিলো,,।সেই সাথে একসাথে খেলার দিনগুলো মনে পড়ে পরছিলো,,।

1000041325.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

  ·  5 days ago 

@tipu curate

Loading...