
ছবির গুরুত্ব বৃদ্ধি পায় যখন সেটি হয়ে যায় স্মৃতি কিংবা অতীত!
যেমন আজকে নিজের ফোনের গ্যালারি ঘেঁটে বিভিন্ন সময় তোলা কিছু ছবি আমাকে স্মৃতি রোমন্থনে সহায়তা করেছে!
তেমনি এটি যে কেবলমাত্র ফুলের ক্ষেত্রেই প্রযোজ্য এমনটি নয়, অতীতের অতিবাহিত প্রিয় মানুষদের সাথে অতিবাহিত মুহূর্তগুলো পুনরুজ্জীবিত হয়ে ওঠে এই ছবির মধ্যে দিয়ে।
কিছু সম্পর্ক, কিছু হারিয়ে যাওয়া কাছের মানুষ, সাথে নিজের নিজেকে ফিরে দেখা সবটাই কিন্তু এই ছবির হাত ধরে, কি তাই তো?
জানিনা আপনাদের অভিমত তবে, আমার ফোনের গ্যালারির অধিকাংশ ভর্তি আমার সবচাইতে মূল্যবান চিরতরে হারিয়ে যাওয়া কাছের মানুষদের।



আজকেও ফোনের গ্যালারি ঘেঁটে দেখলাম কত রকমের ফুলের ছবি তুলেছি ভিন্ন ভিন্ন সময়ে, সঙ্গে সেই মুহূর্তের সময়টি পুনরুজ্জীবিত হয়ে উঠলো।
সুন্দরবনে ঘুরতে গিয়ে বেশ কিছু ফুলের ছবি তুলেছিলাম, যার অনেক পূর্বেই আপনাদের সাথে ভাগ করে নিয়েছি, তবে এখনো কিছু বাকি রয়ে গেছে, যেগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরছি।
আপনাদের অনেকেই জানেন তবুও জানিয়ে রাখি আমি ছাপোষা ফটোগ্রাফার একেবারেই প্রোফেশনাল ফটোগ্রাফার নই!

আমি আমার মত করে যেকোনো বিষয়বস্তু উপলব্ধি করি আর সেই অনুযায়ী অদক্ষ হাতে ছবিগুলো নিজের মোবাইলে বন্দী করি যাতে ভবিষ্যতে স্মৃতির পাতা হয়ে তারা আমার সাথে থেকে যায়।
এই একটা বিষয় আধুনিক প্রযুক্তির অনেক ভালোর মধ্যে অন্যতম।
তবে, একেও বিকৃত হিসেবে কিছুক্ষণ যে ব্যবহার করেন না, এমনটি নয়!
ফুলের গন্ধ থাকুক বা নাই থাকুক তারা সর্বদাই নির্ভেজাল সুন্দর।
আমাদের মত নির্ধারিত সময়ের পরে তারাও ঝরে পড়ে, তবে যতদিন তাদের অস্তিত্ব থাকে তারা বিভিন্ন ভাবে প্রকৃতির ভারসাম্য তথা মানুষের উপকার করে যায় নিঃস্বার্থ ভাবে।


এই যেমন ধরুন গাঁদা ফুল, এই ফুলটি মূলত শীতকালে দক্ষিণ এশিয়ায় প্রচলিত।
এবার, এই ফুলের পাতা সহ ফুল সবটাই মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী।
চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত, রন্ধন সহায়ক ইত্যাদি একধিক ভূমিকা পালন করে থাকে।
এছাড়াও নিবেদিত ঈশ্বরের চরণে।
বাজারে গেলেই আমার বেশিরভাগ সময় অন্যান্য ফুলের চাইতে ফুলের ছবি তুলতে বেশি ভাল লাগে, আর মনে মনে নিজের বাড়ী হারানোর আফসোস করি!
বাড়ি থাকলে, না জানি কত রকমের গাছে ভরিয়ে ফেলতাম বাড়ির আঙিনা।
আজ আমার সবটাই ভাবনায় সামিল, পরিস্থিতি আজও অনুকূলে নেই তাই থাকতে হচ্ছে অন্যের তৈরি সীমিত পরিসরে।
আমার এই প্ল্যাটফর্মে আমার পাঁচ বছর পূর্ণ হতে আর কিছু সময় বাকি, তাই এই পাঁচ বছরে বিভিন্ন মাধ্যমে নিজের যাত্রা ফিরে দেখার প্রয়াস করবো সময় সময় বিভিন্ন ভাবে।
ফুলের বর্ণ আমাদের সামাজিক বার্তা দেয়, এর গন্ধ তথা মধু এদের উপস্থিতি ব্যক্ত করে।
হাতের কাছের কিছু ছবি রইলো আজকে আপনাদের জন্য।
আপনাদের কি মনে হয়?


Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@wirngo much appreciated your encouraging support 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit