A famous Bengali song related to rain- sung by me! বর্ষাকে উৎসর্গিত একটি গান!

in hive-120823 •  3 days ago 

1000061734.jpg

কলকাতার প্রতিটি ঘরে আগে খুঁজলে একটি কমন বস্তু নজর কাড়তো, আর সেটা বাদ্যযন্ত্র(হারমোনিয়াম, তবলা, তানপুরা, সেতার ইত্যাদি)।

আমার নিজের হারমোনিয়াম এ প্রথম ক্লাসিক্যাল গান চর্চার একটি গান এখনও গুণ গুণ করি।
আর আগে ক্লাসিক্যাল শেখার সময় এই গানটি মোটামুটি সবাইকেই রপ্ত করতে হতো!
গানটির কয়েকটি লাইন এখানে উদ্ধৃত করছি:-
"মোরি উনসে, লাগি হ্যায় নাজারিয়া;
জায়ে কাহাকো পি... ই... ই.. ই!"

যাক প্রতিদিন সকালে তখন একটা চর্চার বিষয় ছিল, তবে জীবনে হঠাৎ করে এমন কঠিন ঝড় এসে উপস্থিত হয়েছিল, তারপর জীবনটাকে লণ্ডভণ্ড করে দিয়ে গিয়েছিল।

এরপর নাচ কে যদিও খানিক দিন বাঁচিয়ে রাখতে পেরেছিলাম, তবে কাঁচা মাটি কতই বা লড়াই করার ক্ষমতা রাখে?

আজকে সকাল থেকে বৃষ্টির ধারা জানালায় দাড়িয়ে দেখতে দেখতে একটু গুনগুন করবার চেষ্টা করলাম বৃষ্টিকে উদ্দেশ্য করে।

নিজের মনের ভার খানিক জলের ধারায় বয়ে গেলো, আর প্রকৃতিকে খানিক ধন্যবাদ জানালাম, নিজের কিঞ্চিৎ প্রয়াসের মাধ্যমে।

  • গানের কথা:- বাংলা
  • আসল গায়িকা:- স্বনামধন্য লতা মঙ্গেশকর
গানের লাইন:-

বৃষ্টি বৃষ্টি বৃষ্টি,
এ কোন অপরূপ সৃষ্টি!
এতো মিষ্টি মিষ্টি মিষ্টি,
আমার হারিয়ে গেছে দৃষ্টি।

এতো মেঘের কোণে কোণে
এলো বাতাস হু হু শনে!

রিমঝিম ঝিম রিমঝিম বৃষ্টি
এ দুষ্টু অনাসৃষ্টি!
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি...
ওগো বৃষ্টি তুমি মিষ্টি।

তোমার অঝোর ধারায় ভিজে,
আমি নতুন হলাম নিজে!
মা মা পা ধানি সানি...
আজ হারিয়ে গেছি আমি!

বৃষ্টি... বৃষ্টি.... বৃষ্টি...
কেনো এতো তুমি মিষ্টি?

English translation of the lyrics:-

rain rain rain
What a wonderful creation!
so sweet sweet sweet
I lost my sight.
So many clouds in every corner
The wind came

Drizzling drizzling rain
This mischievous creation!
Rain rain rain... oh rain you are sweet

Soaked in your continuous stream,
I am new myself!
Ma Ma Pa Dhani Sunny...
I lost myself today!

Rain... Rain... Rain...
Why are you so sweet?

1000061730.jpg
1000061731.jpg

1000061735.jpg

গানটি একটি বাংলা ছায়াছবির, তবে যথেষ্ট জনপ্রিয় আজও!
বিশেষ করে যারা বাংলা গান শুনতে পছন্দ করেন, তাদের মধ্যে অধিক বাঙালি গানটি নিশ্চই শুনেছেন!

চর্চার এবং অনভ্যাসের ফলে, কিছু খামতি রয়ে গেলে পূর্বেই ক্ষমাপ্রার্থী!
এখন ভারতীয় সময় সকাল দশটা বেজে একুশ মিনিট।
ঘরের কাজ সারতে সারতে এই গানটি গুন গুন করছিলাম, তারপর মনে হলো, কিছুক্ষণ সেই আমার পশ্চিমের জানালায় দাঁড়িয়ে বৃষ্টির ভিডিও করতে করতে গানটি তাকে উৎসর্গ করা যাক!

এখনও ঘরের সমস্ত কাজ অবশিষ্ট, খানিক সম্পাদিত করেছি, তবে তার ফাঁকেই মনে হলো, লেখাটি গানসহ আপনাদের মাঝে ভাগ করে নি।

পূর্বেও জানিয়েছি, আমি ভিডিও তে একেবারেই স্বচ্ছন্দ বোধ করি না, তাই নিজেকে আড়ালে রেখে বৃষ্টির দৃশ্যকে সামনে তুলে ধরে নিজের সাধ্যমতো গাইবার প্রয়াস করেছি, এই যা।

আর সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এর গান গাইবার প্রয়াশটাই অনেক বড় ধৃষ্টতা, কাজেই সেদিক থেকে খানিক সাহসিকতা দেখিয়েছি, সেটা অনস্বীকার্য!

যারা হয়তো কষ্ট করে গানটি শুনবেন, তাদের অভিমতের প্রতীক্ষায় রইলাম।
গান শুনে যেটাই মনে হবে আপনারা অবলীলায় প্রকাশ করতেই পারেন।

1000010907.gif

1000010906.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Thank you for sharing quality content on Steemit
You have been supported by the team:


Curated by: @adeljose

@adeljose thank you for your support ☺️

প্রতিটি জনপদের পুরোনো ঐতিহ্যগুলো বিলীন হ‌ওয়ার পথে। আপনি পুরোনো ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে চমৎকার গেয়েছেন। আপনার জন্য শুভকামনা।