আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
🌸 সকাল বেলা 🌸
সকালবেলা ঘুম থেকে উঠে নয়টার দিকে। ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়নি। ফ্রেশ হয়ে বেশ অনেকটা সময় ছাদের উপরে কবুতরের সাথে বসে থাকি। কবুতরগুলোকে খাবার দেই ওরা খাবার খায় দেখে আমার বেশ ভালো লাগে। এভাবে বসে বসে বেশ অনেকটা সময় কাটিয়ে দেই আমি। তারপর নিচে নেমে আম্মুকে নাস্তা দিতে বলি। আম্মু নাস্তা দেয় নাস্তা খেয়ে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি। বেশ অনেকটা সময় এভাবেই কেটে যায়।
তারপর এগারোটার দিকে বাড়ি থেকে বের হই। আমাদের চেয়ারম্যান অফিসে চলে যায় সেখানে আমার কিছু কাজ ছিল সেগুলো করার জন্য যাই সেখানে। তবে অনেকটা সময় সেখানে বসে থাকি তারপরও কাজটা সম্পন্ন করতে পারি না। কাগজ পাতি নিয়ে আজ অনেকদিন ধরে এমন ঝামেলায় জড়িয়ে আছি। তো বেশ অনেকটা সময় পরে সেখান থেকে হতাশ হয়ে চলে আসি। অল্প কিছুক্ষণের মধ্যে সেখান থেকে বাড়িতে চলে আসি।
🌸 দুপুর বেলা বিকাল বেলা 🌸
বাড়িতে এসে বেশ অনেকটা সময় শুয়ে বসে কাটিয়ে দেই। তারপর গোসল করার জন্য একটু তাড়াতাড়ি ঘর থেকে বের হই। প্রচন্ড গরম লাগতেছিল তাই একটু গাছের নিচে দিয়ে বসে পড়ি। সেখানে বেশ অনেকটা সময় বসে বসে ফোন থাকি। অনেক বাতাস বই ছিল তার জন্য সেখানে বসে থাকতে বেশ ভালো লাগে। তারপর সেখান থেকে উঠে গোসল করে ঘরে চলে আসি। ঘরে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নেই।
বেশ অনেকটা সময় পরে বিছানা থেকে উঠে তৈরি হয় একটু কলেজের যাওয়ার জন্য। সেখানে আজকে ফুটবল খেলা আছে আমাদের কলেজের দলের। তো সেখানে গিয়ে আমার কিছু বন্ধুদের সাথে বসে বেশ অনেকটা সময় ধরে ফুটবল খেলা দেখতে থাকি। আর বন্ধুরা মিলে কথাবার্তা বলি বেশ সুন্দর একটা সময় কেটে যায়। বেশ অনেকটা সময় সেখানে বসে খেলা দেখি ও বন্ধুরা কথাবার্তা বলি। বেশ সুন্দর খেলা হয় আমাদের কলেজের দলের যেটা দেখে আমরা বেশ আনন্দিত।
🌸 সন্ধ্যা বেলা রাত্র 🌸
সন্ধ্যার কিছুক্ষণ আগে আগে খেলা শেষ হয়ে যায়। তারপর সেখান থেকে উঠে আমিও আমার এক এলাকার বন্ধু বাড়ির দিকে আসার জন্য রওনা। তারপর একটা হোটেলে গিয়ে দুজনে বসে কিছু পুরি অর্ডার দেয়। দুজনে বসে খুব মজা করে পুরি খাই। বেশ ভালোই লাগে পুরি খেতে। তবে আজকের থেকে গত কালকের পুরি বেশি ভালো লেগেছে খেতে আমার কাছে। একেক জায়গার এক এক রকম সাত তাই এই জায়গায় একরকম কালকে যে জায়গায় খেয়েছি সে জায়গায় অন্যরকম। তারপরও খাওয়া দাওয়া করে সেখান থেকে বিল পরিশোধ করে বাড়ির দিকে চলে আসি।
বাড়ির দিকে আসার সময় পশ্চিম আকাশটা দেখতে বেশ ভালো লাগতেছিল। তাই তাড়াতাড়ি একটা ছবি তুলে নেই। ছবি তুলে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর আবহাওয়া ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে থাকি। তারপর সেখান থেকে চলে আসি বাড়িতে। বাড়িতে এসে শুয়ে শুয়ে কিছুক্ষণ ফোন দেখতে থাকি। তারপর সবার সাথে খাওয়া দাওয়া করিও। খাওয়া দাওয়া করে আমি রুমে এসে ফোন থেকে একটা মুভি দেখতে থাকি।
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
You have been supported by the team:
Curated by: @adeljose
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টের ফটোগ্রাফিগুলো সত্যি অসাধারণ লাগছে। বিশেষ করে লালচে আকাশের সৌন্দর্যটা সত্যি উপভোগ্য লাগছে। সূর্যাস্তের সময় ঠিক এমন সৌন্দর্য ধারন করে। আমি মাঝে মাঝে আকাশের ফটোগ্রাফি করি। আমাদের এখানেও প্রতিদিন মাঠে সবাই মিলে ফুটবল খেলে যদিও এই গরমের মধ্যে আমি কখনও খেলতে যাইনি। ভালো লাগলো আপনার কার্যক্রম সম্পর্কে জানতে পেরে। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য এত সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit