আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠে দশটার দিকে। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এক কাপ কফি তৈরি করি। আজকে ঘুম থেকে উঠি অনেকটা ক্ষুধা পেয়ে গেছিল। তাই আম্মুর কাছে নাস্তা চাওয়ার আগেই আমি কফি তৈরি করি। তারপর আম্মু এসে আমাকে নাস্তা দেয় কফি পান করি তারপর নাস্তা করি। তো নাস্তা করা শেষ করে দেশে অনেকটা সময় ঘরের মধ্যে বসে থাকি। বসে বসে ফোন দেখতেছিলাম তারপর একটু বাইরের দিকে বের হই।
বাইরের দিকে বের হওয়ায় আমার এলাকার এক মামা আমাকে কল দেয়। বলে রাস্তার দিকে আসতে তো আমি রাস্তার দিকে হাঁটতে হাঁটতে চলে যায়। গিয়ে দেখি আমার এলাকার এক বন্ধু ও সেই মামায় বসে আছে রাস্তার পাশে। তো আমিও গিয়ে তাদের সাথে বসে পড়লাম। তো সেখানে বসে বেশ কিছু সময় আমরা কথাবার্তা বলি একটা বিষয় নিয়ে। তারপর বেশ অনেকটা সময় সেখানে কথাবার্তা বলতে বলতে কাটিয়ে দেই আমরা তিনজনে।
আজান শুনে সেখান থেকে আমরা উঠে যে যার বাড়ির দিকে চলে আসি। তো আমি বাড়িতে এসে গামছা ও লুঙ্গি নিয়ে গোসল করতে বের হই। অল্প কিছুক্ষণের মধ্যেই গোসল শেষ করে ঘরে চলে আসি। তারপর খুব সুন্দর ভাবে মসজিদে যাওয়ার জন্য তৈরি হয়। অল্প কিছুক্ষণের মধ্যে ঘর থেকে বেরিয়ে যায় মসজিদের যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে মসজিদে গিয়ে পৌঁছাই তারপর সবার সাথে মসজিদের মধ্যে বসে ইমাম হুজুরের ওয়াজ নসিহত শুনতে থাকি। তারপর সবার সাথে সালাত আদায় করে বাড়িতে চলে আসি।
বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি। বেশ অনেকটা সময় এমনভাবে কেটে যায় ফোন দেখতে দেখতে। তারপর চলে যাই রাস্তার দিকে সেখানে গিয়ে হাঁটতে হাঁটতে দোকানের দিকে চলে যায়। দেখতে পাই কয়েকজন ক্রাম বোর্ড নামিয়েছে খেলার জন্য। তো আমিও তাদের সাথে ক্রাম বোর্ড খেলতে শুরু করে দেই। একজন লোক কম থাকায় আমি যাওয়ার সাথে সাথেই সুযোগ পাই খেলার। তবে অনেকটা সময় সেখানে ক্রাম বোর্ড খেলতে খেলতে কাটিয়ে দেই।
সন্ধ্যার দিকে আমার একটা কাজ ছিল বাজারে তার জন্য সেখান থেকে বাজারের দিকে চলে যাই। বাজারে গিয়ে বেশ অনেকটা সময় সেই কাজটার পিছনে ব্যয় করি। অনেক সময় ব্যয় হলেও অবশেষে কাজটা সম্পূর্ণ হয় তার জন্য বেশ ভালো লাগে। তোকার সম্পন্ন করে আমি বাড়ির দিকে রওনা হই। একটা রিক্সাওয়ালা ভাইকে একদম বাড়ি সামনে যাওয়ার জন্য বলি। সে একটু ভাড়া টাকা বেশি চায় তারপরও তাকে নিয়ে চলে আসি।
অল্প কিছুক্ষণের মধ্যে বাড়ির সামনে এসে পৌঁছায়। তারপর রিক্সা ওয়ালা ভাইকে তার ভাড়া টাকা পরিশোধ করি। তারপর সেখান থেকে ঘরে চলে আসি। ঘরে এসে বেশ অনেকটা সময় শুয়ে বসে ফোন দেখতে দেখতে কাটিয়ে দেয়। বেশ অনেকটা সময় এভাবেই কেটে যায় বেশ ভালই লাগে। অনলাইন থেকে বেশ কিছু মুভি ডাউনলোড করি ফোনে রেখে দেই। তারপর সেখান থেকে একটা মুভি দেখতে থাকি। আম্মু ডাক দেয় খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া করতে। খাওয়া-দাওয়া শেষ করে এসে আবারো মুভি দেখতে বসি।