Better Life with Steem|| The Diary Game||15 Jun 2025||

in hive-120823 •  16 days ago 

" হ্যালো স্টিমের বন্ধুরা "

1000009406.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌸 সকাল বেলা 🌸

সকালবেলা ঘুম থেকে উঠে হাতমুখ ধরে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে ঘরের মধ্যে কিছুক্ষণ বসি তখন শুনতে পাই ছোট বোন অসুস্থ জ্বর এসেছে। তাকে নিয়ে ডাক্তার এর কাছে যাবে। তারপর কিছুক্ষণ পরে তৈরি হয়ে বাড়ি থেকে বের হই কোচিংয়ে যাওয়ার জন্য। তারপর দোকানে গিয়ে এক কাপ চা নেই ও কেক নেই সাথে খাওয়ার জন্য। সেখানে বসে চা পান করি কেক খাই বেশ ভালই লাগে। তারপর দোকানের বিল পরিশোধ করে। একটা গাড়িতে উঠে কোচিং এর সামনে চলে যায়।

1000009317.jpg

সেখানে নেমে কোচিং এর মধ্যে চলে যাই। গিয়ে দেখি সবাই খুব সুন্দর ভাবে লেখাপড়া করতেছে। আমিও সবার সাথে বসে লেখাপড়া শুরু করে দেয়। বেশ অনেকটা সময় এভাবেই কেটে যায় লেখাপড়ার মধ্যে। কোচিং ছুটি হয় বাহিরে বের হয়ে আমি আম্মুকে একটা কল দেই। শুনতে পাই ছোট বোনকে ভর্তি করেছে। তারপর সেখান থেকে একটা গাড়িতে উঠে চলে যায় হসপিটালে। এর আগের দিন পোস্টে উল্লেখ করেছিলাম আমার খালাতো বোন অসুস্থ হসপিটাল ভর্তি। আজকে আমার আপন বোন অসুস্থ সেও হসপিটাল ভর্তি। তো সেখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকি বোনের পাশে।

🌸 দুপুর বেলা বিকাল বেলা 🌸

1000009363.jpg

বেশ অনেকটা সময় পরে সেখান থেকে উঠে বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে গোসল করে খাওয়া দাওয়া করে নেই। বাড়িতে দাদী আপু ছিল সে রান্না করেছে আমাদের জন্য। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ শুয়ে শুয়ে আমি আর ছোট ভাই টিভি দেখতে থাকি। টিভিতে একটা মুভি দেখি বেশ অনেকটা সময় দুজনে মিলে। তারপর মুভি দেখা শেষ করে বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি।

1000009370.jpg

পাঁচটার কিছুক্ষণ আগে আগে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় দোকানের দিকে। সেখানে কি দেখতে পাই অনেক মানুষ ক্রাম বোর্ড খেলতেছে। আজকে আর কোন সুযোগ নেই সেখানে ক্রাম বোর্ড খেলতে ওঠার। কারণ পাশে দাঁড়িয়ে অনেক মানুষ অপেক্ষা করছে খেলার জন্য। তো বেশ অনেকটা সময় সেখানে বসে বসে ফোন দেখতে থাকি ও বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলতে থাকে। হাসি-ঠাট্টার মধ্যে সেখানে খুব সুন্দর একটা সময় কেটে যায়।

🌸 সন্ধ্যা বেলা রাত্র 🌸

তো সন্ধ্যায় ও আমরা বেশ অনেকটা সময় হাসি-ঠাট্টার মধ্যে কাটিয়ে দেয়। সেখানে আমার এলাকার এক মামা এলাকার আরো কিছু ভাই বন্ধুদের সাথে সন্ধ্যার পরও বেশ অনেকটা সময় খুব সুন্দর সময় কেটে যায়। তারপর একটা দোকানে গিয়ে বসি আমরা সবাই মিলে। সেখানে বসে রং চা পান করি। আর কিছুক্ষণ কথাবার্তা বলি তারপর সেখান থেকে আমি উঠে বাড়ির দিকে চলে আসি।

1000009393.jpg

বাড়িতে এসে বেশ অনেকটা সময় শুয়ে বসে ফোন দেখে কাটিয়ে দেয়। তারপর একটু লেখাপড়া করতে বসি। পরীক্ষার বাকি বেশিদিন নেই তাই লেখাপড়া করতে বসে করি। বেশ অনেকটা সময় পরে সেখান থেকে উঠে দাদি আপুকে খাবার দিতে বলি। আমাকে খাবার দেয় খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে কিছুক্ষণ ফোন দেখতে থাকি। বেশ অনেকটা সময় পরে উঠে সামনে এসে সবার সাথে কথাবার্তা বলি। আম্মুর সাথে কলে কথা বলি ছোট বোনের কথা জিজ্ঞেস করি। তারপর কথা বলা শেষ করে যে যার মত ঘুমাতে চলে যায়।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Thank you 😊

Loading...

পরিবারের প্রতি দাঁয়িত্ববোধ দেখে ভালো লাগলো ।আপনার বোনকো হসপিটালে ভর্তি করেছে জেনে খারাপ লাগলো।আপনার বোন ও খালাতো বোন দুজনেই দ্রুত সুস্থ হয়ে উঠুক এই দোয়া করি ।
আপনার দিনলিপি পড়ে ভালো লাগলো ।ভালো থাকবেন সবসময় ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য এত সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।