আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আধুনিক প্রতারক চেনার সহজ উপায় কি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অভিজ্ঞদের মতামত চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মা অসুস্থ , আমি বিপদে আছি , এসব গল্পের বেশিরভাগ লোক পরবর্তীতে দেখা যায় প্রতারক। মূলত যারা প্রতারক তারা মা বাবা ভাই বোন যে কাউকে মৃত বলে আখ্যায়িত করেও অন্যের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম মানুষগুলোকে বর্তমানে চেনা মুশকিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম বাস্তব কথা বলেছেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আধুনিক প্রতারক চেনার সহজ উপায় হচ্ছে —তারা হাসে বেশি, জবাব দেয় কম, আর সবকিছুতেই ‘ট্রাস্ট মি’ বলে! 🤣🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক বলেছেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমানে প্রতারক চেনা অনেক মুশকিলের ব্যাপার। কারণ যারা আমাদের সব থেকে বেশি কাছের মানুষ, তারাই শেষ পর্যন্ত আমাদের সাথে প্রতারণা করে থাকে। আর এটাই বাস্তব। হা হা হা 😄😅।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ধরনের মানুষগুলো প্রথম প্রথম সহজ সরল সাজে🙂। দেখা হলেই হাত তুলে সালাম দেয়😁। আর দিন যতই বাড়তে থাকে, ততই তাদের আসল রূপ সবার মাঝে আসতে থাকে😂।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাত তুলে সালাম দিয়ে নিজেকে বেশি ভদ্র মনে করে, হা হা হা 😁।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আধুনিক প্রতারক গুলো চেনার সহজ উপায় হচ্ছে তাদের মুখের ব্যবহার। প্রথমে তাদের ব্যবহার হয় অতি মিষ্টি এবং মধুর। এবং তাদের মুখের ব্যবহারের কারণে মানুষ তাদের দিকে পা বাড়ায়। আর স্বার্থ হাসিল হলে এই লোক গুলো হয়ে যায় ডাকাতের মত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে তাদের ব্যবহার হয় অতি মিষ্টি এবং মধুর এই কথা একেবারে বাস্তব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতারক প্রথমে নিজেকে এমন ভাবে অন্যের মাঝে উপস্থাপন করবে যেন তার কথা বিশ্বাস করে সবাই। তার গায়ে ভালো জামা কাপড় থাকবে, হাতে দামি ঘড়ি থাকবে। দুই তিনটা মোবাইল ব্যবহার করবে, মানিব্যাগে কিছু ১০০০ এবং ৫০০ টাকার টাকার নোট রাখবে, মাঝে মাঝে মোবাইলে অন্যকে বলবে, আমার বিকাশে এতো হাজার টাকা পাঠাও, আমি এতো হাজার টাকা দিচ্ছি নগদে। এতো হাজার টাকা দিচ্ছি তোমাকে কোন সমস্যা নেই, লাগলে টাকা আরো দিবো। আমার একাউন্ট থেকে তুলে নাও, আমার একাউন্টে এতো হাজার টাকা রয়েছে। প্রতারক যখন হোটেল বা, রেস্টুরেন্টে যায় তখন দামি খাবার অর্ডার করবে। অন্যকে খাওয়ার জন্য বেশ অনুরোধ করবে। প্রথমে গিয়ে বিল দিবে, ছোটখাটো কারো সমস্যা হলে টাকা দিয়ে সমস্যা সমাধান করবে। পরবর্তীতে হঠাৎ একদিন বলবে, আমার এতো হাজার টাকা লাগবে বা, আমার এই জিনিস লাগবে। আমাকে এতো হাজার টাকা দিন, আপনাকে বিকাশে দিয়ে দিবো, অ্যাকাউন্ট থেকে টাকা তুলে দিয়ে দিবো। আপনার জিনিস কালকে পেয়ে যাবেন। এমন কথা বলে সে টাকা বা গুরুত্বপূর্ণ কোন জিনিস নিয়ে চলে যাবে😭😭।
তার দেখা পাওয়া যাবে না সে দূর থেকে বহুদূর চলে যাবে 😅😂🤣😭।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটি উদ্যোগ, @abb-fun! এবিবি-ফান -এর মাধ্যমে আমার বাংলা ব্লগে ভিন্নধর্মী আনন্দ যোগ করার প্রয়াস সত্যিই প্রশংসার যোগ্য। আধুনিক প্রতারক চেনার সহজ উপায় নিয়ে মজার এবং সৃজনশীল উত্তর খোঁজার এই ধারণাটি দারুণ!
আমি বিশেষভাবে মুগ্ধ হয়েছি, কারণ এটি আমাদের দৈনন্দিন জীবনের বিষয়গুলোকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে উৎসাহিত করে। সেই সাথে, সেরা ৫ জন উত্তরদাতার জন্য $১০ ডলারের পুরস্কার ঘোষণা অংশগ্রহণকারীদের আরও উৎসাহিত করবে।
@shuvo35 কে ধন্যবাদ এমন একটি মজার প্রশ্ন উত্থাপন করার জন্য। আমি নিশ্চিত, এই পোস্টে অনেক মজার এবং অপ্রত্যাশিত উত্তর পাওয়া যাবে। পাঠকদের অনুরোধ করবো, সকলে নিয়মাবলী মেনে এই উদ্যোগে অংশগ্রহণ করুন এবং আপনার সৃজনশীলতা প্রদর্শন করুন!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আধুনিক প্রতারক চেনার সহজ উপায় হচ্ছে এই লোকগুলো খুব ভদ্র এবং হেসে কথা বলে। আবার অনেক সময় বলে আপনি আমার দূর সম্পর্কে আত্মীয় হন এই কারণে আপনার উপকার করতে চাইছি। আবার দেখা যায় বড় বড় নেতাগুলো তার আত্মীয় হয় এই কথা বলে থাকে। আর এদের মুখের ব্যবহার আর অন্তরের কথা থাকে ভিন্ন। আর এই লোক গুলো বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার অভিজ্ঞতা দারুন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন দেখবেন কোন মেয়ে বা ছেলে বলে বেড়াচ্ছে তার মামার কথায় মন্ত্রীরা উঠে বসে করে ।তখন বুঝা যাবে সে প্রতারক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ এটা ঠিক কথা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক বলেছেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আধুনিক প্রতারকরা প্রযুক্তিকে হাতিয়ার করে মানুষের সহজ-সরল বিশ্বাসকে কাজে লাগায়। তবে সচেতন থাকলেই এদের চিনে ফেলা সম্ভব।
আজকাল প্রতারকরা এত স্মার্ট, কথা বললে মনে হয় যেন বন্ধু না প্রেমিক। যেই বলবে , "ভাই, আপনার বিকাশে ৫,০০০ টাকা ভুলে চলে গেছে, প্লিজ রিফান্ড দেন…তখনই বুঝে নিন নাটক শুরু, আপনি হচ্ছেন মুল চরিত্র! 🎭
আর কেউ যদি ফোন দিয়ে বলে ,📞 “আমি বিকাশ অফিস থেকে বলছি, আপনার একাউন্ট ব্লক হয়ে গেছে। উত্তরে বলবেন ,🗣️ “তাহলে ব্লক থাকুক ভাই, আমারও একটু বিশ্রাম দরকার!” 😴
🔸 এরা এত মিষ্টি কথা বলে, মনে হবে আপনাকে ধনী বানাবে।আসলে ওরা আসে আপনাকে গরিব বানানোর মিশনে! 🥲
🔸 অচেনা লিংকে ক্লিক করা মানে, নিজেই বলে দেওয়া “ভাই, আসেন ঠকান আমায়!” 😂
👉 তাই মনে আমাদের মনে রাখতে হবে ।OTP ,পাসওয়ার্ড আর বিকাশ পিন কাউকে বলা মানেই নিজের পকেট নিজে কাটানো।
তাই সচেতন থাকুন, ঠকে যাবেন না… বরং হেসে উঠুন আর অন্যকেও সাবধান করুন।😊🔐
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মামা অমুক মন্ত্রীর বন্ধু। আমার মামার কথায় মন্ত্রী উঠে আর বসে।😂😆
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন কোন মেয়ে আপনাকে পাত্তা দিচ্ছে না তখন যদি কোন মেয়ের আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তার মানে বুঝে নিবেন আপনি প্রতারণার ফাঁদে পড়তে চলেছেন। মনে রাখবেন মেয়েরা যাকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না।😆
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হা হা হা 🤣। আপনার কথা শুনে হাসতে হাসতে শেষ আমি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit