আসসালামুআলাইকুম/আদাব
গতকাল হঠাৎ করেই নেমে এসেছিল ঝুম বৃষ্টি। ছাতা বা আশ্রয়ের চিন্তা না করেই আমি ভিজে গিয়েছিলাম পুরোপুরি। চারপাশে নীরব শহর, ভেজা পথ, আর গাছের পাতায় টুপটাপ করে পড়া ফোঁটার সুর যেন এক অনন্ত সঙ্গীত বাজিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তের ভেতরেই আমি যেন ফিরে গিয়েছিলাম পুরনো দিনগুলিতে,স্কুল শেষে ভেজা জামাকাপড়ে বাড়ি ফেরা, বন্ধুদের সঙ্গে রাস্তায় ছুটে বেড়ানো, কিংবা কোনো এক দূর সন্ধ্যায় একাকী জানালার পাশে বসে বৃষ্টি দেখা।তাই অসাধারণ মুহুর্ত উপভোগ করেছি।তাই রাতে বৃষ্টি নিয়ে এই কবিতা লিখেছিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।
মোঃ আলিফ আহমেদ
ছোটবেলার সেই ভেজা মাঠ, সাদা স্কুল জামা,
নাচে কাদা জলে, ভেজে ছেলেমানুষির খেলা।
ছুটির ঘণ্টা পেরিয়ে বন্ধুরা হাঁটে হাত ধরে,
স্মৃতির বৃষ্টি নামে আজও মনেরমাঠ ভরে।
জানালার পাশে বসে দেখি কাঁচ বেয়ে জল,
মনে পড়ে যায় কোন এক দুপুরের চিঠির খেলা খাম।
সেই প্রথম ভালোবাসা, না বলা অনুভব,
বৃষ্টির ভেতর হঠাৎ সে ফিরে আসে নিরবে।
চায়ের কাপ হাতে, কুয়াশা ঢাকা বারান্দা,
আলো আঁধারে বাজে বুকে এক অচেনা প্রমের গান।
নরম শব্দে বৃষ্টির ছন্দ, হৃদয়ের অন্তঃসার,
মন খুলে কাঁদে, হাসে, পায় প্রশান্তির বাহার।
দূরের পথ ঘোলা, তবু হেঁটে চলে মন,
প্রতিটি ফোঁটায় গাঁথা থাকে শতেক স্মৃতিপদচিহ্ন।
কে যেন ডাকছে দূর থেকে—আধো গানে, আধো স্বরে,
বৃষ্টির মধ্যে তার ছায়া খুঁজে ফিরি কল্পনার ডোরে।
এই দিন শুধু ভিজে না শরীরের রন্ধ্রে,
ভিজে মনের গভীরে, আত্মার প্রান্তে।
সে কাঁদায়, সে হাসায়, সে জাগায় নিরবতা,
প্রেমের বৃষ্টি হয়ে ঝরে যায় শত ব্যথা।
তাই তো বলি—বৃষ্টিময় দিন মানে নয় শুধু জল,
এ এক অনুভব, এ এক হৃদয়ের অমল ফল।
প্রকৃতির কবিতা, জীবনের এক নীরব গান,
বৃষ্টিময় দিনে হারিয়ে যাই গভীর ভাবনার প্রাণ।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
![]() |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর সুন্দর কবিতা গুলো লিখলে এবং কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit