নদীর পাড়ে এক প্রশান্ত দুপুরের ফটোগ্রাফি

in hive-129948 •  6 days ago 

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

জীবনের ক্লান্তির মাঝে মাঝে আমরা সকলেই একটু নির্জনতা, একটু প্রশান্তির খোঁজ করি। এমনই এক মুহূর্তে আমি পৌঁছে যাই এই নদীর পাড়ে, যেখানে প্রকৃতি আপন ছন্দে কথা বলে, আর বাতাসে থাকে স্নিগ্ধতার ছোঁয়া।

IMG_20250624_170429.jpg

IMG_20250624_170558.jpg

দ্বিতীয় ও তৃতীয় ছবিতে ফুটে উঠেছে এক দীর্ঘ নদীতীরবর্তী রাস্তা, যার এক পাশে নদী আর অন্য পাশে সবুজ মাঠ ও গাছপালা। আকাশে ছড়িয়ে থাকা সাদা মেঘ আর নীলাভ আকাশ প্রকৃতির এক অনবদ্য আয়োজন। রাস্তার পাশে থাকা লাল ইটের পথটি যেন হাঁটার আমন্ত্রণ জানায়,কোনো গন্তব্য নয়, কেবল চলা, কেবল অনুভব।

IMG_20250624_170445.jpg

ছবিতে দেখা যাচ্ছে কয়েকটি নৌকা নদীর কিনারায় বিশ্রামে আছে, যেন সারাদিনের পরিশ্রম শেষে তারা একটু নিঃশ্বাস নিচ্ছে। নৌকাগুলো ঢেকে রাখা, বোঝা যায় হয়তো মৎসজীবীরা কাজ শেষে ঘরে ফিরেছেন। নদীর পাড়ে গজিয়ে ওঠা ঘাস আর ছোট গাছগুলো যেন এই নীরব দৃশ্যের স্বাভাবিক সৌন্দর্যকে আরও গভীর করে তুলেছে।

IMG_20250624_170617.jpg

সবচেয়ে দৃষ্টি কাড়ে চতুর্থ ছবির দিকটায় থাকা বিশাল পাখার মতো উইন্ড টারবাইনগুলো। প্রাকৃতিক শক্তির এই আধুনিক ব্যবহারের উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতিকে রক্ষা করেই ভবিষ্যতের পথ রচনা করা সম্ভব। নদীর পাড়ে এই বিশাল উইন্ড টারবাইনগুলো যেন প্রকৃতি ও প্রযুক্তির এক অনন্য মেলবন্ধন।

IMG_20250624_170503.jpg

IMG_20250624_170634.jpg

এই ছবিগুলো শুধুই প্রকৃতির নয়, এটি আমাদের জীবনের একটি প্রতিচ্ছবি। নদীর মতো জীবনও একটানা বয়ে চলে,কখনো শান্ত, কখনো উচ্ছ্বসিত। মাঝেমধ্যে থেমে যেতে হয়, একটু জিরিয়ে নিতে হয়, আবার নতুন উদ্যমে সামনে এগিয়ে চলতে হয়।নৌকা গুলো দেখে যেন নদীর বুকে ভেসে বেড়াতে খুবি ইচ্ছে করতে ছিলো।

IMG_20250624_170527.jpg

IMG_20250624_170543.jpg

এই মুহূর্তগুলো আমাকে শিখিয়েছে,প্রকৃতির মাঝে সময় কাটানো মানে কেবল ছবি তোলা নয়, বরং আত্মার সঙ্গে সংযোগ তৈরি করা। প্রযুক্তি আর কোলাহলের ভীড়ে আমরা যখন নিজেকে হারিয়ে ফেলি, তখন প্রকৃতিই হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় আশ্রয়।তাই সবার প্রতি একটুখানি আহ্বান,সময় পেলে প্রকৃতির সান্নিধ্যে আসো, নদীর পাশে হাঁটো, নীরবতার শব্দ শুনো। জীবনের অনেক প্রশ্নের উত্তর সেখানে নীরবেই লুকিয়ে থাকে।


অবস্থান


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Posted using SteemX

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

সত্যি প্রযুক্তি আর কোলাহলের মাঝে যখন আমরা নিজেকে হারিয়ে ফেলি তখন এই প্রকৃতির মাঝেই আবার নিজেকে খুঁজে পাওয়া যায় আর সবথেকে বেশি যেটা খুঁজে পাওয়া যায় সেটা হল শান্তি, মনের শান্তি। ভীষণ ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে এবং পোস্টটি পড়ে।

নদীর পাড়ের সৌন্দর্য দেখার মধ্যে একটি আলাদা আনন্দ কাজ করতে থাকে৷ আর আজকে যেভাবে আপনি এত সুন্দর কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে এই নদীর পাড়ের সৌন্দর্যকে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি এই ফটোগ্রাফিগুলো শেয়ার করার মধ্য দিয়ে ফটোগ্রাফির দক্ষতাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন৷ আপনার কাছ থেকে এত চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে খুব ভালোই লাগছে৷