আসসালামুআলাইকুম/আদাব
একদিন বিকেলে আমি আর আমার প্রিয় বন্ধু ইমরান সিদ্ধান্ত নিলাম যে আমরা নদীতে মাছ ধরতে যাব। স্কুল ছুটি ছিল, আর সেই সুযোগেই আমরা দুজন একটা পুরোনো বাঁশের কাঁধে মাছ ধরার ছিপ আর একটা ছোট জাল নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামের পাশের নদীর দিকে। আকাশে তখন লালচে রঙ ছড়িয়ে পড়ছে, বাতাসে ছিল এক ধরনের শীতল প্রশান্তি।
নদীর পাড়ে পৌঁছে আমরা দুজনে নিজেদের জায়গা বেছে নিলাম। আমি ছিপ ফেললাম একদম শান্ত পানির দিকে, আর ইমরান বেছে নিল একটু স্রোতধারার পাশে। পানির গায়ে মাঝে মাঝে মাছের ছোট ছোট ঝাঁক ভেসে উঠছিল। মাঝে মাঝে পাখিরা পানিতে ডুব দিয়ে মাছ ধরছিল, দেখে খুব ভালো লাগছিল।
প্রথমে কিছুক্ষণ কিছুই হলো না। আমরা গল্প করতে করতে অপেক্ষা করছিলাম। হঠাৎ করে ইমরানের ছিপটা কাঁপতে লাগলো! সে উত্তেজিত হয়ে উঠল, দোস্ত, মাছ ধরছি! আমি দৌড়ে গেলাম তার পাশে। সে ধীরে ধীরে ছিপ তুলতে লাগলো। অবশেষে, একটা মাঝারি সাইজের রুই মাছ উঠে এলো! আমাদের আনন্দ দেখে কে! আমরা দুজন মিলে হাততালি দিয়ে হেসে উঠলাম।
এরপর আমার ছিপেও টান লাগলো। খুব ধীরে ধীরে টান দিতেই উঠে এলো একটা ছোট পুঁটি মাছ। আমি যদিও ইমরানের মত বড় মাছ পাইনি, তবুও খুশি ছিলাম। বিকেলটা কেটে গেল হালকা রোদ, পাখির ডাক, আর মাছ ধরার আনন্দে।শেষ বিকেলে নদীর পাড়ে বসে আমরা ধরা মাছগুলো গুনলাম,মোট পাঁচটা মাছ ধরি। সেদিনের স্মৃতি এখনো মনে আছে,মাছ ধরা যতটা না গুরুত্বপূর্ণ ছিল, তার থেকেও বেশি ছিল বন্ধুর সাথে কাটানো সেই নির্মল সময়, প্রকৃতির মাঝে আনন্দ খুঁজে পাওয়ার সেই অনুভূতি।
আজও যখন নদীর পাড়ে যাই, সেই দিনের কথা মনে পড়ে। মনে হয়, বন্ধুর সাথে এমন একটা দিন বারবার ফিরে আসুক, সেই মুহূর্ত গুলো এটাই কল্পনা ভাবি এখুন।তো বন্ধুরা আপনাদের মাঝে আমার এই গল্পটি শেয়ার করতে পেরে খুবি ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | রাইটিং ✨ |
মডেল | এম-৩১ |
ক্যাপচার | @alif111 |
অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
আমার পরিচয়
![]() |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/alif111ahmed/status/1939318227663995358?s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit