![]() |
---|
কবিতা
★
আমাদের চারিপাশের অপরূপ-
সৌন্দর্যগুলো দেখতে ,
খুবই মন মুগ্ধকর।
দেখে জোড়ায় আমার-
পরান ও হৃদয় ।
জানি প্রকৃতির সৌন্দর্য নিয়ে-
শেষ হবেনা আমার লেখা।
এই সৌন্দর্যের মাঝে কেটেছে-
আমার শৈশব ও আমার থাকা।
প্রকৃতি কি সুন্দর বিস্ময়কর-
অপরূপ সৌন্দর্যে ঘেরা।
প্রকৃতির মাঝে থাকবে-
আমার শান্তি মিলে।
তাই প্রকৃতি নিয়ে-
লিখতে বসেছি ছড়া।
প্রকৃতির মাঝে-
হারিয়ে যাই মন।
খুজে পাই সুখের-
সেই প্রহর।

ডিভাইস:রেডমি নোট টেন প্রো ম্যাক্স
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২৮ শে জুন ২০২৫খ্রিঃ
লোকেশন:জামালপুর
আমার পরিচয়
★
আমি মোঃ মো: আব্দুল আলিম । আমার Steemit অ্যাকাউন্ট @alimtutorial। আমি একজন বাঙালি এবং আমি একজন বাঙালি হতে পেরে গর্বিত। আমি Steemit কে অনেক ভালোবাসি।Steem it হলো একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মে মানুষ নিজেদের পছন্দ অপছন্দ শেয়ার করে এগিয়ে যাচ্ছে। তাই আমি এই প্ল্যাটফর্ম কে ভালবাসি। আমি পড়তে, লিখতে, ব্লগিং করতে, ফটোগ্রাফি করতে, সঙ্গীত করতে ভালোবাসি। আমি ভ্রমণ করতে ভালোবাসি।
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।