আমার করা কিছু ফটোগ্রাফি ||

in hive-129948 •  10 months ago 
রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার করা কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।

ফোটোগ্রাফি 📸নং:- ১

IMG20241006172808.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিল্ডিং। আমাদের ইউনিভার্সিটির বিল্ডিংটি অনেক বেশি সুন্দর। আমাদের ইউনিভার্সিটির বিল্ডিংটি আর্কিটেকচারাল ভিউ অনেক সুন্দর। আর্কিটেকচারাল ভিউ এর জন্য আমাদের ইউনিভার্সিটি এর ক্যাম্পাস আমার অনেক বেশি ভালো লাগে। এই ফটোগ্রাফিটি আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর গেইট থেকে ক্যামেরাবন্দী করেছিলাম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ২

IMG20241008165818.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এটি হলো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মসজিদ, মসজিদে আল মুস্তাফা। এই মসজিদটির নির্মাণ এর কাজ চলছিলো এতোদিন ধরে, এখনো কাজ চলছে তবে কাজ প্রায় শেষ এর দিকে। এই মসজিদটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আর এই মসজিদের সৌন্দর্য মানুষকে অনেক বেশি আকৃষ্ট করেছে। মসজিদটির ফটোগ্রাফি আমি ইউনিভার্সিটি এর মাঠ থেকে তুলেছিলাম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩

IMG_20241011_225744.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


আমার ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। ছোট ছোট জিনিস আমার চোখে পড়লে সেটি ও ক্যামেরাবন্দী করার চেষ্টা করি। সেরকম সন্ধ্যা হাওয়ার মুহুর্তে এই ল্যাম্পপোস্টটি আমার চোখে পড়ে ও আমি এই ল্যাম্পপোস্টটির ফটোগ্রাফি ক্যামেরাবন্দী করে নিই। ল্যাম্পপোস্টটির পেছনের গাছ ও আকাশের রঙ এর জন্য ফটোগ্রাফিটি আরো ফুটে উঠেছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪

IMG20241009171113.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি জলসিড়ি ক্যান্টোমেন্ট এর ওইদিকে করেছিলাম। ঢাকার মধ্যে এরকম পুকুর, গ্রামের মতো প্রকৃতি পাওয়া আসলেই অনেক বিড়ল। আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কিছুদূরেই এই জলসিড়ি অবস্থিত। সেখানকার পরিবেশ যেনো গ্রাম বাংলাকে তুলে ধরেছে। ঢাকার ভেতরে এরকম একটি জায়গা আসলেই অনেক বেশি রেয়ার। এই পুকুরপারের শীতল বাতাস যেনো মনকে মুগ্ধ করে তোলে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫

IMG_20241011_215212.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এটি ফটোগ্রাফিটি আমি জলসিড়ি থেকে আসার সময় ক্যামেরাবন্দী করেছিলাম। এই রাস্তাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই ব্রীজটি বালুচর নদীর উপরে। এই নদী থেকে বালু উত্তোলন করা হয়। জলসিড়ি থেকে যখন অটো করে ফিরছিলাম তখন এই সুন্দর ব্রীজের রাস্তার এই ছবিটি ক্লিক করেছিলাম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:--৬

IMG20241009152337 (1).jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location

এটি আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মাঠ। আমাদের ইউনিভার্সিটি এর এই মাঠটি আমাকে অনেক বেশি আকৃষ্ট করে। আমি যখন ভার্সিটির গ্যালারি থেকে এই ফটোগ্রাফিটি করছিলাম তখন মাঠে ফুটবল খেলার জন্য আয়োজন নেওয়া হচ্ছিলো। এখানে ফুটবল খেলা অনেক বেশি ইনজয় করা যায়। ভার্সিটির গ্যালারি থেকে এখানকার ভিউ অনেক সুন্দর আসে।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আসলে ফটোগ্রাফি করার ক্ষেত্রে যদি ভালো লাগে কাজ করে তাহলে খুবই সুন্দর ফটোগ্রাফি ধারণ করা সম্ভব হয়। আপনার ইউনিভার্সিটির ফটোগ্রাফি এবং রাস্তার ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

ফটোগ্রাফি মানেই এক নতুন নতুন দৃশ্যের আগমন। আপনি দেখছি আজকে খুবই সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফী দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার তোলা ইউনিভার্সিটির ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।আর আপনি প্রতিটি ফটোগ্ৰাফী খুবই সুন্দর ভাবে ধারণ করেছেন।

এই ধরনের সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে আর ইচ্ছে করেনা। ইচ্ছে করে শুধু এক নজরে তাকিয়ে থাকি ফটোগ্রাফি গুলোর দিকে। তেমনি আপনার আজকের ফটোগ্রাফি গুলো ও অনেক বেশি সুন্দর ছিল। যেগুলো আমি যত দেখছিলাম ততই ভালো লাগছিল। সুন্দর সুন্দর ফটোগ্রাফি যেমন শেয়ার করেছেন, তেমনি বর্ণনা ও শেয়ার করেছেন। যার কারণে এগুলো সম্পর্কে অনেক ধারণা নিতে পারলাম। নিশ্চয়ই আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই ফটোগ্রাফি গুলো করেছেন।

সন্ধ‍্যার মূহূর্তে স্ট্রেটল‍্যাম্পের ফটোগ্রাফি টা অসাধারণ করেছেন ভাই। খুবই দারুণ লাগছে। আপনার ইউনিভার্সিটি ক‍্যাম্পাস টাও বেশ সুন্দর ছিল। সবমিলিয়ে চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

ঢাকার মধ্যে এরকম গ্রামীণ পরিবেশ খুঁজে পাওয়া দুষ্কর। জলসিড়ি জায়গাটা বেশ সুন্দর। খুব ভালো লাগলো ফটোগ্রাফি টা দেখে। এরকম পরিবেশে গেলে একটা প্রশান্তি কাজ করে। আপনাদের ভার্সিটির বিল্ডিংটা চমৎকার লাগছে দেখতে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

খুবই সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে রাস্তা দিয়ে ভ্রমণের ফটোগ্রাফি আর পুকুরপাড়ের দৃশ্যের ফটোগ্রাফিটি আমার কাছে দারুণ লেগেছে।

বাহ ভাইয়া আপনি তো অসাধারণ অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। এমনিতে আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। তবে মসজিদের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

আপনার ফটোগ্রাফি গুলো আসলেই অনেক চমৎকার ছিল ভাইয়া ।সব থেকে পুকুরের ফটোগ্রাফিটি বেশি ভালো লাগছে। শহরের মধ্যে এরকম পরিবেশের খুব কম দেখতে পাওয়া যায় ।ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফিটি শেয়ার করার জন্য।

আসলে আপনার ইউনিভার্সিটিটা একটা ভালো জায়গায় অবস্থিত বলে আপনি দারুন দারুন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করেন। আসলে আজকে অন্যান্য দিনের মতো খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।