আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আমাদের জীবনের একটা সময় থাকে যখন আপনি অনেক দ্বিধাগ্রস্ত থাকেন। অর্থাৎ দুইটা জীবনের মাঝে যখন আপনি আটকে যান। ধরুন সময় টা এমন আপনার শিক্ষাজীবন শেষ এবং চাকরি জীবনে প্রবেশ করার আগে যে সময় টা। অনেকের ক্ষেত্রে এই সময় টা দীর্ঘ হয় অনেকের ক্ষেত্রে আবার খুব একটা না। এই সময় টার গুরুত্বই আলাদা বলতে হয়। এই সময়টাতেটাতে আমার মধ্যে একটা গভীর চিন্তা কাজ করতো। সবকিছু সুন্দর ভাবে অনুধাবন করতে পারতাম। সবকিছু আমার কাছে বোধগম্য হতো না কিন্তু মনে হতো এগুলোই হয়তো নিয়তি। এই ফটোগ্রাফি গুলো সব গতবছরের।
- পৃথিবীতে মানুষ যত পাই তত চাই। মানুষের চাহিদা ক্রমবর্ধমান ভাবে বাড়ে এবং পরিবর্তন হয়। মাঝে মাঝে রাস্তায় ছিন্নমূল মানুষদের দেখলে আমার বেশ খারাপ লাগে। গতবছর কমলাপুর স্টেশনের ফুটওভার ব্রীজ থেকে এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম। যেখানে একটা ছেলে এবং একটা কুকুর একসঙ্গে শুয়ে আছে। দৃশ্য টা দেখে বেশ খারাপ লেগেছিল আমার।
- ঐসময় আমি পুরোপুরি বেকার। লেখাপড়া শেষ। পরবর্তীতে ধাপের জন্য অপেক্ষা করতে তবে।তবে তখন আপনার চেষ্টা চলছিল একটা চাকরির জন্য। কিন্তু সেরকম কোন ব্যবস্থা হচ্ছিল না। ঐসময় আমি প্রতিদিন বেশ রাত করে ঘুমাতাম। রাতে নিজের ঘরে ল্যাপটপে গান শুনতাম এবং বই পড়তাম। অনেক রাত পযর্ন্ত চলত এই ধারাবাহিকতা।
- আমাদের এলাকায় সাধারণত ধানের মৌসুম দুইটা। তবে এরমধ্যে শীতের মৌসুমে ধান টা বেশি হয়ে থাকে। এবং এই ধান এপ্রিল- মে মাসের দিকে কেটে ফেলার উপযুক্ত হয়ে যায়। ধান তখন পেকে গিয়েছে প্রায়। এইরকম এক বিকেলে মাঠ থেকে আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম।
- এই ফটোগ্রাফি টা আমার এলাকার মসজিদ প্রাঙ্গণের থেকে আমি ধারণ করেছিলাম। তখন মসজিদের দ্বিতীয় তলার কাজ চলমান ছিল। ওয়েদার টা ছিল মেঘলা। কোন কারণ ছাড়াই ফটোগ্রাফি টা করেছিলাম আমি। তবে এটা এখনও আমার গ্যালারিতে রয়ে গিয়েছে।
- এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম গতবছর ঈদগাহ ময়দান থেকে ঈদের নামাজের সময়। যেখানে ইমাম সাহেব বয়ানরত অবস্থায় রয়েছে। এবং অন্যরা সেটা শুনছে। ঈদের এই একটা সময়েই আমাদের পুরো গ্রামের মানুষ ঈদগাহ ময়দানে সমাবতে হয়।
- এই ফটোগ্রাফি ধারণ করা গতবছর ঈদের ঠিক আগের দিন। ঐদিন আমরা ঈদগাহ ময়দান টা বেশ সুন্দরভাবে সাজাচ্ছিলাম। তখন সন্ধ্যা পেরিয়ে রাত। তবে তখনও আমাদের কাজ চলছিল। ঐসময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম।
- আমাদের এসএসসি ব্যাচ এর বন্ধুদের দেখা সাক্ষাৎ মিট আপ বেশ কম হয়। গতবছর পরিকল্পনা করে একটা ইফতার পার্টির আয়োজন করেছিলাম আমাদের স্কুল মাঠে। মোটামুটি ওখানে অনেকেই উপস্থিত হয়েছিল। এই ফটোগ্রাফি টা ঐসময় ধারণ করেছিলাম।এটা দেখে এখন অনেক স্মৃতি মনের মধ্যে চলে আসে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1936715604662354331?t=Od3w2kcghmOaQvoQrq6CHQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সুন্দর সুন্দর কিছু মুহূর্তের এমন ফটোগ্রাফির মাধ্যমে স্মৃতি ধরে রাখতে বেশ ভালো লাগে। আপনার পোস্টটি বেশ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরনো অ্যালবামে অনেক ফটোগ্রাফি জমা হয়ে থাকে। আর সেই ফটোগ্রাফি গুলো শেয়ার করতেও ভালো লাগে। পুরনো সব ফটোগ্রাফি গুলো নতুন ভাবে সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি দেখছি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনি কিন্তু পুরনো অ্যালবাম থেকে সব সময় চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। যদিও আপনি এমনিতে চমৎকার ফটোগ্রাফি করেন। ধন্যবাদ বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি পুরাতন অ্যালবাম থেকে দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।সব গুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে ধান ক্ষেতের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য একটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit