ঈদ মোবারাক,
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সকাল হতেই বেশ ব্যস্ত সময় পার করছি। কারণ আজকে একটা বিশেষ দিন, বিশেষ পবিত্র দিন এবং আমাদের ধর্মীয় উৎসবের সেরা একটা দিন। সুতরাং বুঝতেই পারছেন, সকাল হতে এখন পর্যন্ত অনেকগুলো নিয়মের মাঝ দিয়ে যেতে হয়েছে, অনেকগুলো কাজ সম্পন্ন করতে হয়েছে এবং এখনো অনেকগুলো কাজ সম্পন্ন করা বাকী আছে। আশা করছি সবগুলো কাজই যথাযথভাবে আজ সম্পন্ন করতে পারবো।
আরো আশা করছি আজকের প্রকৃতি ও পরিবেশ সুন্দর থাকবে, শুস্ক থাকবে, যাতে সবাই কোরবানীর নিয়মগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারে এবং সকলের সাথে সমানভাবে ঈদ ভাগাভাগি করে নিতে পারে। আমরা সব কিছুতে বেশ সচেতন, সকল বিষয়ে আমরা অধীক যত্নশীল কিন্তু যখনই কোন বিষয়ে বাহিরের কারো অংশগ্রহণের বিষয় আসে তখনই আমরা নিদারুণভাবে অচেতন হয়ে যাই, বুঝেও সেখানে অবুঝ হয়ে যাই। এটা আসলেই খুবই দুঃখজনক। কারণ ঈদ সবার জন্য, সকলের জন্য সমানভাবে, তাই সবাইকে নিয়ে ভাগাভাগি করে ঈদ উৎসব পালন করতে হয়।
আমি বা আমরা অন্যান্য সকল বিষয়ে সবাইকে নিয়ে সংযুক্ত থাকার চেষ্টা করি কিন্তু ঈদ এর সময় বিশেষ করে যখন সেটা হয় কোরবানীর ঈদ তখন কেন জানি আমরা পরিচিত জনদের কাছেও অপরিচিত হয়ে যাই, সমান্য সৌজন্যমূলক বিষয়টিও তখন হাওয়া হয়ে যায়। আমরা মানুষ, সেহেতু আমাদের বৈশিষ্ট্যের মাঝে অনাকাংখিত কিছুর উপস্থিতি চলে আসতে পারে, কিন্তু তবুও আমাদের চেষ্টা করতে হবে মানসিকভাবে, সম্পর্কগুলোর জন্য এবং মানবতাকে টিকিয়ে রাখার জন্য হলেও আমাদের উচিত সবাইকে নিয়ে সম্মিলিতভাবে ঈদ উৎসবকে ভাগাভাগি করে নেয়া।
তাই আসুন, মানুষ হিসেবে চিন্তা করি, মানবতাকে ধারণ করি এবং হৃদয়ের আলিঙ্গনে সবাইকে নিয়ে একত্রে ঈদ উৎসবে মেতে উঠি। আর একটা কথা, এমন কোন কাজ যেন আমার দ্বারা সম্পন্ন না হয় যার দ্বারা অন্যের ক্ষতি হতে পারে, যার কারণে অন্য কারো মনে দুঃখের সূচনা হতে পারে। পারস্পরিক সম্পর্ক এবং সহঅবস্থান বজায় রেখে আমাদের উৎসবগুলোতে চঞ্চল হওয়া উচিত। আরো একটা বিষয় আছে এখানে, যে বিষয়টি আমার জন্য আনন্দের সেটা অন্য কেউ বা অন্য ধর্মের জন্য আনন্দের নাও হতে পারে। সুতরাং এমন কিছু করা যাবে না যাতে অন্য কেউ কিংবা অন্য ধর্মের উপর আঘাত আসে।
আসুন, সবাইকে নিয়ে সুন্দরভাবে উৎসবমূখর পরিবেচে উৎসবের আনন্দকে ভাগাভাগি করে নেই। এছাড়াও কোরবানীর পশুর বিষয়ে সরকারী কর্তৃপক্ষের দিক হতে যে সকল নির্দেশনা এসেছে সেগুলোর সুন্দর বাস্তবায়নের চেষ্টা করি। ঈদ হোক আনন্দের, ঈদ সকলের সকলের, ঈদ হোক মানবতার। সবাইকে আবারো ঈদ মোবারক।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
ভাইয়া আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক। এটা ঠিক বলেছেন ভাইয়া সবাই ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে। আর ঈদ মানেই ব্যস্ততা এবং সবার সাথে দারুন সময় কাটানো। আপনার সময় ভালো কাটুক এই প্রার্থনাই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঈদ মোবারক ভাইয়া! আপনার লেখা অত্যন্ত হৃদয়ছোঁয়া। ঈদের দিনে মানবতা, সহানুভূতি ও সবাইকে নিয়ে উৎসব ভাগাভাগি করার যে সুন্দর বার্তা দিয়েছেন, তা প্রশংসার যোগ্য। "ঈদ সকলের, ঈদ হোক মানবতার" এই কথাটি গভীর অর্থবোধক। আপনার দৃষ্টিভঙ্গি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্বাস করি। এমন চেতনায় ভরপুর লেখা আরও দেখতে চাই। শুভ কামনা রইল। ঈদ মোবারক আপনাকে ও আপনার পরিবারকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঈদ মোবারক ভাই। আলহামদুলিল্লাহ কোরবানীর নিয়মগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। সবার সাথে মিলেমিশে ঈদ পালন করার মজাই আলাদা। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit