আসসালামু আলাইকুম
আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট করা হয়। আজকে যে নাটকের রিভিউ টি শেয়ার করবো সেই নাটকের নাম হচ্ছে "আশিকি"। নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। নাটক টি গতকাল রাতে দেখেছিলাম। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রিভিউ টা শেয়ার করি। আমি চেষ্টা করেছি পুরো নাটকের গল্পটা সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।
নাটকের নাম | আশিকি |
---|---|
গল্প | পারভেস ইমাম |
পরিচালনা | এমরোজ শাওন |
অভিনয়ে | ফারহান আহমেদ জোভান সহ, নাজনীন নিহা সহ আরো অনেকে। |
সময়কাল | ০১:০১:৩৮ |
নাটকে জোভান এর ক্যারেক্টার টা মূলত অন্যরকম। সে ভালো গান গায় তবে চেহারার দিক থেকে সে দেখতে খুব একটা সুন্দর না। অপরদিকে যে নায়িকা সে ক্যাম্পাসের সবচেয়ে সুন্দরী মেয়ে এবং ধনী ঘরের মেয়ে। তারা দুজনে একই ক্যাম্পাসে পড়াশোনা করত। এভাবে বেশ কিছুদিন যাচ্ছিল। জোভান হঠাৎ করে একদিন নিহাকে প্রপোজ করে। তবে নিহা সেদিন রাজি হয় না। সে বিভিন্ন ধরনের কথা বলে জোবান কে অপমান করে।
জোভান এই কথা গুলো শুনে অনেক ভেঙে পড়ে। তারপর সে গান গেয়ে আরো বড় হওয়ার প্রতিজ্ঞা নেয়। তারপর একদিন সে একটা স্টুডিওতে গান গায়। তারা ওর গান খুব পছন্দ করে। তারপর তার একটা অ্যালবাম রিলিজ হয়। যেটা অনেক জনপ্রিয় হয়ে ওঠে। এভাবেই দেশে বিদেশে তার নাম ছড়িয়ে পড়ে। সে আশিক নাম থেকে তার নতুন নাম রাখে আ্যশ। এরপর সে সার্জারি করে তার চেহারা পরিবর্তন করে ফেলে।
তারপর সে একদিন তার ক্যাম্পাসে কনসার্ট করে। সেদিন নিহা তার সাথে দেখা করতে যায়। সে তার সাথে খুব ভালো একটা ব্যবহার করে। এভাবে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তারা মাঝেমধ্যে বাইরে একসাথে ঘুরতে যায় খাওয়া-দাওয়া করে। এরমধ্যে নেহা একদিন জোভান কে প্রপোজ করে।
প্রপোজ করার পর তখন জোভান প্রতিশোধ নেয় ঠিক সেভাবে যেভাবে নিহা তার সাথে ব্যবহার করেছিলো। এরপর নিহা বাসায় চলে যায়। সে তার আম্মু কে সবকিছু বলে। তারপর তার আম্মু বলে সে যেনো বিদেশ থেকে ঘুরে আসে তাহলে এসব একটু ভুলে থাকবে। তারপর সে বিদেশের উদ্দেশ্যে রওনা হয়। এরপর নিউজে দেখায় যে সেই প্লেন টা এক্সিডেন্ট করেছে। সেই দুর্ঘটনায় নেহা মারা যায়। জোভান তাকে ভালোবাসত তবে প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছে। মৃত্যুর কথা শুনে সে নিজেকে সবকিছু থেকে সরিয়ে ফেলে।
তারপর নিহার মা জোভান কে অনেক কিছুই বলে যেটা সে জানতো না। সে অনেক বড় গায়ক হয়েছে এসব কিছুই নিহার জন্য। নিহা গোপনে প্রায় ১০ লক্ষ টাকা খরচ করে এসব করেছে। নিহা কে তার বাবা বলেছে এই ছেলে থেকে দূরে থাকতে তাই সে গোপনে সবকিছু করেছে নায়ক এর জন্য। নিহার মা জোভান কে জানায় সবকিছু। পরে বলে নিহা চেয়েছিলো জোভান অনেক বড় গায়ক হবে। তাই জোভান যেন গান না ছেড়ে দেয়। এভাবেই নাটক টা শেষ হয়।
সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
নাটকটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রল হয়েছিল। এরপরেই আমি দেখেছিলাম। গল্পটা মোটামুটি ভালোই ছিল। আসলে কারো সম্পর্কে কোন কিছু ভালোভাবে না জেনে প্রতিশোধ নেওয়া টা ঠিক না। মানুষ অনেক সময় সামনা সামনি সবকিছু প্রকাশ করে না। নাটকেও এই জিনিসগুলো ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে মোটামুটি ভালোই ছিল নাটকটা।
ধন্যবাদান্তে
@isratmim
https://x.com/IsratMim16/status/1935320444539961846?t=jKwggJEwx-6PzJ3rCeNrMQ&s=19
https://x.com/IsratMim16/status/1935320829153472574?t=aQgpqblVZr5Sn0r-LMQvWQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।এই নাটকটি আমি বেশ কিছুদিন আগেই দেখলাম।আসলে এই নাটকে জভানের অভিনয় আমার কাছে ভীষণ ভালো লেগেছে।যাইহোক আবার আপনার পোস্টের মাধ্যমে নাটকটি পড়ে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশিকি নাটকটা আমি দেখেছি গতকালকে। সত্যি বলতে কিছু কিছু মেয়ে এমন রয়েছে যাদের ভালোবাসাটা অকল্পনীয়। শেষের দিকের নাজনীন নিহার গল্পটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যাকে বলে নীরব ভালোবাসা। যাই হোক আপনিও খুবই সুন্দর করে নাটকটি রিভিউ করেছেন। খুবই ভালো লাগলো আপনার নাটক রিভিউ পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফারহান আহমেদ জোভান এবং নিহার জুটি অনেক সুন্দর হয়ে থাকে। যেভাবে আজকের এই সুন্দর নাটকের নাম দেখা যাচ্ছে তা দেখে মনে হচ্ছে নাটকটি একেবারে চমৎকার হয়েছে৷ একই সাথে আপনার এই রিভিউ এর মাধ্যমেও নাটকটি সম্পর্কে খুব ভালোভাবে অনেকগুলো তথ্য জানতে পেরে গেলাম৷ একইসাথে এই রিভিউ পড়ে মনে হচ্ছে যেন নাটকটি অর্ধেক দেখে নিলাম৷ অবশ্যই আমি সময় করে পুরো নাটকটি সময় করে দেখে নেওয়ার চেষ্টা করব৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটকটি আমিও গতকাল দেখেছি। সত্যি কথা বলতে নাটকের শেষ দৃশ্যটা খুবই খারাপ লেগেছে। বিশেষ করে মেয়েটি মারা গিয়েছে এটা জেনে বেশি খারাপ লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit