আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আপনাদের সাথে ভ্রমণের কিছু মুহূর্ত শেয়ার করছি। গত। মাসের 5 তারিখে আমরা ফ্যামিলির সবাই মিলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে গিয়েছিলাম। হঠাৎ প্ল্যান করেই চলে গেলাম। আগে আরো কয়েকটা পর্ব শেয়ার করেছিলাম। পার্কটা অনেক বড় যার কারণে অনেকগুলো পর্ব হচ্ছে। আজকের পর্বে ওয়াটার পার্কের বিভিন্ন জায়গায় সুন্দর দৃশ্য গুলো দেখার অনুভূতি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
বেশ কয়েকটা রাইডে উঠার পর শেষের দিকে আমরা ওয়াটার পার্কে গিয়েছিলাম। কারণ এটা খুলে বিকেল সাড়ে চারটায়। তাই আগে অনেকগুলো রাইড কমপ্লিট করে নিয়েছি। এরপর চলে গেলাম ওয়াটার পার্কে। আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নেমে গেলাম পুলে। বড় স্লিপার গুলো তে উঠে আমরা বেশ এনজয় করেছি। অনেক উপর থেকে এসে পানিতে পড়ার মহুর্তু গুলো আসলেই সুন্দর ছিলো। যদিও ভয় লেগেছে প্রত্যেকবার তবে তাও প্রত্যেকটা রাইড ট্রাই করেছি।
এর আগে কখনো কোনো পার্কে গিয়ে পুলে নামা হয়নি তবে এখানে সবাই নেমেছে তাই নামা হলো। সেখানে পরিবেশ মোটামুটি ভালোই ছিল। আমরা ওয়াটার পার্ক বন্ধ হওয়ার আগ পর্যন্ত সেখানে ছিলাম। শেষে আবার ফ্রেশ হয়ে সেখান থেকে বের হয়ে গেলাম। সেখানের স্লিপার গুলো আসলেই দারুন ছিলো। এছাড়া বেশ মজার বিভিন্ন আর্টিফিশিয়াল জিনিস দিয়ে ডেকোরেশন করা ছিল। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমরা অনেক এনজয় করেছি।
এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/IsratMim16/status/1931707394209542375?t=GKwrbo6cJany52HwoZiz-A&s=19
https://x.com/IsratMim16/status/1931707812171907494?t=3ck8YTZg4H_73F8qbaishQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You have been supported by the team:
Curated by: @kafio
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কাছ থেকে এই ভ্রমণের অনেকগুলো পর্ব দেখে আসছি৷ যেভাবে আপনি একের পর এক পর্ব শেয়ার করেছেন তা পড়ে অনেক ভালই লাগছে৷ এখানে আপনি সপ্তম পর্বের মধ্যে যেভাবে সব কিছু খুব সুন্দরভাবে শেয়ার করেছেন তা অনেক ভালোভাবে শেয়ার করেছেন৷ একই সাথে এখানে এত সুন্দর ভাবে যখন আপনি শেয়ার করেছেন তা দেখে অনেক ভালোই লাগছে৷ অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit