আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি পোস্ট নিয়ে। আজকের পোস্টটি সাজিয়েছিলাম সাতটি আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি নিয়ে। আসলে গত ১২ই মেতে আমার একটি ব্যক্তিগত কাজের জন্য শান্তিনগর ইস্টার্ন প্লাস এ গিয়েছিলাম। যদিও আমার কাজটা ছিল দ্বিতীয় তলায় কিন্তু একটু নাস্তা করার জন্য যখন নিচে নেমে আসছিলাম তখন এই সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের দোকানটি দেখতে পেলাম। ফুলগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আর এই ভালোলাগার জন্যই ফটোগ্রাফি করে রেখেছিলাম যা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি আশা করি আজকের এই আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক আমার আজকের আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফিগুলো।
প্রিয় বন্ধুরা আপনারা এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঠ গোলাপ বা কাঠ চাপা নামে অনেকেই চিনে থাকে। মূলত এই ফুল গাছগুলো বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্যই লাগানো হয়ে থাকে। আর এই ফুলের গন্ধগুলো খুবই মিষ্টি হয়। কিন্তু বন্ধুরা মজার ব্যাপার হলো এটি জীবন্ত ফুল গাছের মতো দেখতে হলেও এটি কিন্তু আর্টিফিশিয়াল। এই গাছটি কেউ হাত দিয়ে না স্পর্শ করা পর্যন্ত বলতে পারবে না এটি অরিজিনাল নাকি আর্টিফিশিয়াল। তবে যাই হোক একদম নিখুঁতভাবে ফুলের গাছটি তৈরি করা হয়েছিল। যা রীতিমত আমাকে মুগ্ধ করেছিল ।
আপনারা এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছেন এই ফুলের নাম আমার জানা নেই। তবে এ ধরনের অর্কিড আকৃতির ফুল এতটাই নিখুঁত ভাবে তৈরি করা হয় যা দেখতে অনেকটাই বাস্তব ফুলের মত দেখায়। যাইহোক নাম জানা না থাকলেও এই ফুলটি দেখতে আমার কাছে খুবই সুন্দর দেখাচ্ছিল। যার ফলে ফটোগ্রাফি করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য ।
আপনারা এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছেন এই ফুলটিও একটি অর্কিড প্রজাতির ফুলের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে । পাঁচটি পাপড়ি দ্বারা তৈরি এই আর্টিফিসিয়াল ফুলটি অফিসে অথবা দোকানে সৌন্দর্যের জন্য প্রচুর ব্যবহার করা হয়ে থাকে। যা দোকান বা রুমের সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি করে থাকে। এই ফুলটিও দেখতে আমার খুবই ভালো লেগেছিল।
আপনারা এখন যে আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফিটা দেখতে পারছেন এটা হুবহু গোলাপ ফুলের আকৃতিতে করা হয়েছে। এখানে হালকা গোলাপী এবং গারো গোলাপি দুই ধরনের ফুল রয়েছে। গোলাপ ফুলকে আমরা সবাই ভালবাসি। তাই রুমের টেবিলের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই আর্টিফিশিয়াল গোলাপ ফুলগুলো অনেকদিন টেকসই হয়। বড় আকৃতির এই আর্টিফিশিয়াল গোলাপ ফুলগুলো দেখে আমার খুবই ভালো লেগেছিল ।
প্রিয় বন্ধুরা এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিউলিপ আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলোও খুবই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে দেখতে একদম বাস্তব টিউলিপ ফুলের মতোই। হাতে না ধরা পর্যন্ত কেউ বুঝতে পারবে না এটি অরিজিনাল নাকি আর্টিফিশিয়াল। যাই হোক এই ফুলটিও আমার কাছে খুবই ভালো লেগেছিল বিধায় ফটোগ্রাফি করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনারা এখন যে আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফিটা দেখতে পারছেন এই ফুলটির বাংলা নাম হচ্ছে চেরি ফুল বা সাকুরা ফুল। এই আর্টিফিশিয়াল ফুলটি আমার কাছে খুবই ভালো লেগেছিল তাই এটিও ফটোগ্রাফি করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ
স্যামসাং গ্যালাক্সি এম ৬২
অবশেষে সুন্দর সুন্দর এই আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করি এই সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফিগুলো আপনারা দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্তই পরবর্তীতে আবারো যে কোন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্য্যন্ত পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ। 💗🙏💗।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ফটোগ্রাফি। |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
https://x.com/mahfuzur888/status/1923061914336120920?t=iAqcB3Rcx_YVyoytWYXnag&s=19
https://x.com/mahfuzur888/status/1923063530749591880?t=9c_U68DdwwfPTjbU_rPd9w&s=19
https://x.com/mahfuzur888/status/1923064456726086133?t=bL66mOU6qHtOc9K0iugLjg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mahfuzur888/status/1923068447849611382?t=4RXNfRo_SH5l2hLx-JETbA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে কোন ফুল অনেক সুন্দর হয়ে থাকে৷ আর সেটি যদি আর্টিফিশিয়াল ফুল হয় তাহলে তো আর কোন কথাই নেই৷ এখন বাস্তবের ফুল থেকে যেন আর্টিফিশিয়াল ফুল একটু বেশি সুন্দর দেখা যায়৷ আর আজকে যেভাবে আপনি এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতা যেভাবে ফুটিয়ে তুলেছেন৷ এখানে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit