লাইফ সটাইল-বিকেল বেলায় মেয়ে ও ছোট বোনদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত।

in hive-129948 •  3 days ago 

আসসালামু আলাইকুম


আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আজকে আমি আপনাদের মাঝে বিকেল বেলায় মেয়ে ও ছোট বোনদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


বিকেল বেলায় মেয়ে ও ছোট বোনদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত


IMG_20250628_122552.jpg
Device-XANON-X20

IMG_20250628_123222.jpg
Device-XANON-X20


বাবা বাড়িতে আসার পর থেকে তেমন কোথাও একটা যাওয়া হয়নি। বলতে গেলে ঘর থেকে বাহিরে খুব বেশি বের হওয়া হয় না।বিকেল বেলায় ছোট বোনেরা আবদার করে শাড়ি পড়বে। তাই এরপর তারা শাড়িও পড়ে।এখন কোথায় যাবে কোন কিছু ভেবে পাচ্ছিল না। মনিরা আপু থাকলে সে সব কিছু ঠিক করতো কোথায় যাবে।সত্যি তাকে ভীষণ মিস করেছিলাম।বোনেরা বলছিল শাড়ি পড়ে নদীর পাড়ে ঘুরতে যাবে।কিন্তু তারা সাজগোজ করতে এতটা সময় পার করেছিল। যা বলার বাহিরে বিকাল পাঁচটা বেজে গিয়েছিল।



IMG_20250628_123403.jpg
Device-XANON-X20

IMG_20250628_123752.jpg
Device-XANON-X20


তাই বললাম দূরে কোথাও না যে কাছে কোথাও ঘুরে আসি।হঠাৎ করে মনে পড়লো আমাদের বাসার পেছনে থাকা সুন্দর জায়গাটির কথা।এত চমৎকার জায়গা রেখে অন্য কোথায় আর যাব।তাই বাসায় পিছনে চলে যাই।যাওয়ার পর চারিদিকে এত পরিমানে বাতাস হচ্ছিল যা বলার বাহিরে। বলতে গেলে একদম শীতল হাওয়া চারিদিকে হচ্ছিল।


IMG_20250628_124417.jpg
Device-XANON-X20

IMG_20250628_122947.jpg
Device-XANON-X20


শীতল হাওয়ায় একদম শরীর প্রাণ জুড়িয়ে গিয়েছিল।চারিদিকে একদম সবুজের সমারোহ।যে দেখবে সে মুগ্ধ হবে জায়গাটি দেখলে।অনেক থেকে যাওয়া হয়নি পিছনে।হঠাৎ করে গিয়ে বেশ ভালই লেগেছিল।তাদের সাথে জুটে ছিল আমার মেয়ে। সে নিজের ইচ্ছামত প্রথমে সেজেছিল। পুরো মুখে লিপিস্টিক দিয়েছিল।অনেক কষ্টে তার মুখের লিপিস্টিক গুলো তুলতে হয়েছিল।এরপর তাকেও একটু সাজানো হয়।সাজানোর পরেও সে আয়না দিয়ে নিজের মুখ বারবার দেখছিল।


IMG_20250628_133646.jpg

Device-XANON-X20

IMG_20250628_122910.jpg
Device-XANON-X20


যখন মেয়ের ছবি তুলছিলাম সোজা হয়ে একদমই দাঁড়িয়ে থাকছিল না।ছবি তুলতে গেলেই সে এমন করে।স্থির ভাবে সে কখনোই থাকবে না।অবশেষে কিছু ছবি তুলেছিলাম। আমরা যখন পিছনে যায় তখন তেমন বাতাস ছিল না। কিছুক্ষণ পর এমন বাতাস শুরু হয়ে যায়। চারপাশে গাছ বাতাসে দুলতে থাকে। চারিদিকের সবুজ গাছপালা গুলো দেখতে কি যে ভালো লাগছিল। সত্যি অসাধারণ একটি জায়গা।যদিও সব সময় বাড়ির পিছনে যাওয়া হয় না।তবে সকলে মিলে যাওয়ার পর খুবই ভালো মুহূর্ত কেটেছিল।


একা একা গেলে হয়তোবা এমন সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারতাম না।সকলে মিলে যাওয়ায় খুবই আনন্দ হয়েছিল। এই সুন্দর মুহূর্তটি আপনাদের মাঝে ভাগাভাগি করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আমি চেষ্টা করেছি সুন্দরভাবে পোস্টটি তুলে ধরার জন্য।এমন সুন্দর মুহূর্ত জীবনে বারবার ফিরে আসুক এটাই প্রত্যাশা করি। আশা করি আমার শেয়ার করা পোস্টটি সকলের ভালো লাগবে।আজ এই পর্যন্তই।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঠিক বলেছেন এইভাবে ঘুরাঘুরি করতে মাঝে মধ্যে বেশ ভালো লাগে। কালকে বিকেলে আমরা নিজেরাও নদীর ধারে ঘুরতে গিয়েছিলাম। আজকে আপনার এই সুন্দর মুহূর্তের পোস্ট দেখে বেশ ভালো। ছবিগুলো খুব সুন্দরভাবে ক্যাপচার করলেন। সবাই মিলে গেলে এমনিতেও সুন্দর মুহূর্তটা বেশি ভালো উপভোগ করা যায়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

IMG_20250628_222411.jpg