হাসির কিছু মুহূর্ত…[৮]

in hive-129948 •  27 days ago 

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

জীবনে হাসি-ঠাট্টা কতটা দরকারি, তা তো আর বলে দিতে হবে না। মন খারাপের দিনে হুট করে কারো বলা একটা দুষ্টুমি, কিংবা চোখের সামনে ঘটে যাওয়া কোনো মজার কাণ্ড মুহূর্তেই আমাদের মন ভালো করে দেয়।তাই ভাবলাম, আগের সপ্তাহের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে আসি কিছু হাসির মুহূর্ত। মানে পুরাই দম ফাটানো কিছু কৌতুক।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক...


1000069218.png

সোর্স

পাগলের ফোন কল

এক পাগল একদিন হঠাৎ পাগলা গারদের অফিস রুমে ঢুকে পড়লো। ঢুকে সে রিসেপশন ফোনটা হাতে তুলে নিয়ে খুব গুরুত্ব দিয়ে নম্বর ডায়াল করতে লাগলো।

পাগল: হ্যালো, ৯৯৯? জরুরি ভিত্তিতে পুলিশ পাঠান!

রিসেপশনে বসা নার্স অবাক হয়ে জিজ্ঞেস করলো

নার্স: আপনি ফোনে কি বলছেন? কাকে কল দিলেন?

পাগল: আমি তো দেশের কল্যাণে কাজ করছি! এই পাগলা গারদের মধ্যে ষড়যন্ত্র চলছে!

নার্স (হেসে): কী ষড়যন্ত্র?

পাগল (ফিসফিসিয়ে): এখানকার লোকজন সবাই পাগল নয়। অন্তত তিনজন জ্বীনের ছদ্মবেশে এখানে ঢুকে আছে!

নার্স: আপনি কীভাবে বুঝলেন?

পাগল: কাল রাতে ওদের একজনকে দেখি দেয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছে আর স্বপ্নে উড়ছে! স্বপ্নে উড়ার ফাঁকে ফাঁকে সে বলছিলো, ‘হাজার বছর জ্বীন ছিলাম, এবার একটু বিশ্রাম নিই।’ বুঝলেন না? এটা নিশ্চয়ই জ্বীনের কণ্ঠ।

নার্স তখন ফোনটা নিচু করে অন্য ডাক্তারকে ডাকতে গেলো।

পাগল: আরে থামেন! আমি আপনারও ফাঁদে ফেলে ফেলেছি। আপনি তো আসলেই নার্স না, আপনি হচ্ছেন গোপন গোয়েন্দা আমাদের গতিবিধি নজরে রাখছেন।

নার্স (হেসে): আচ্ছা, তাহলে আপনার পরিচয় দিন দেখি!

পাগল: আমি ‘পাগল ০০৭’। সিক্রেট মিশনে আছি। আমাকে আপনার বড়কর্তার সাথে কথা বলতে দিন!

ডাক্তার আসে: হ্যাঁ ভাই, আমি বড়কর্তা। কী হয়েছে?

পাগল: ডাক্তার স্যার, আমি বুঝতে পারছি আপনি সব জানেন। আপনাকে বিশ্বাস করে বলছি পুকুরের পাড়ে লুকিয়ে রাখা আছে এক ‘ভবিষ্যত বল’। সেটা দিয়ে ভবিষ্যত দেখা যায়। কিন্তু ওরা জ্বীনরা সেটা হাতিয়ে নিতে চায়!

ডাক্তার: আচ্ছা আচ্ছা! তাহলে আমরা এখনই ‘জ্বীনের দল’ ধরতে পুলিশ পাঠাচ্ছি।

পাগল (হাসতে হাসতে): আরে না স্যার, আমি ঠিকই সামলে নেবো। তবে একটা জিনিস চাই।

ডাক্তার: কী?

পাগল: একটু বরফের টুকরা। মাথায় একটু লাগাতে চাই। বেশি প্ল্যান করলে মাথা গরম হয়ে যায়!


মোরাল

জীবনের অনেক সময়, ছোটখাটো পাগলামিগুলোই আমাদের সবচেয়ে বড় হাসির উৎস হয়ে দাঁড়ায়। এই গল্পটা যেমন একটু পাগলাটে, কিন্তু একেবারে মন ভালো করে দেওয়ার মতো!
😄 হাসুন, মন ভালো রাখুন! 💫

1000069217.png

সোর্স

আসলে জীবনটা অনেক ছোট। সবসময় সিরিয়াস হয়ে থাকা যায় না। মাঝেমধ্যে এমন হাসি-ঠাট্টা, পাগলামি দরকার। তাতে মনও ভালো থাকে, দিনটাও জমে যায়।তাই বলব - হাসুন, খুশি থাকুন। কারো খারাপ দিনটা একটুখানি ভালো করে দিতে পারলে সেটাই হবে সবচেয়ে বড় আনন্দ।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Posted using SteemPro

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin