আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
পুশ মিমি কয়েন থেকে ইউটিলিটি কয়েনে রূপান্তর। |
---|
[Source ](@rme dada)
বন্ধুরা,টাইটেল দেখেই বুঝে গেছেন আজকে আলোচনা করবো আমাদের সবার প্রিয় প্রজেক্ট $PUSS নিয়ে। আমি নিজেও পুশ নিয়ে কাজ করছি এবং দিন দিন এই প্রজেক্টের প্রতি মানুষের আগ্রহ ও আস্থা দেখে খুবই ভালো লাগছে। তাই আজকে আপনাদের সঙ্গে আমার কিছু অভিজ্ঞতা ও মতামত শেয়ার করতে চাই।পুশের সবচেয়ে বড় শক্তি হলো এর স্ট্রং কমিউনিটি ও অভিজ্ঞ টিম।
পুশ যদিও শুরুতে একটি মিমি কয়েন হিসেবে আত্মপ্রকাশ করেছিল, কিন্তু এখন আর এটি শুধু মজার জন্য তৈরি একটি কয়েন নয়। অল্প সময়েই পুশ একটি শক্তিশালী ইউটিলিটি কয়েনে পরিণত হয়েছে। এই অসাধারণ পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় অবদান যাঁর, তিনি আমাদের প্রিয় rme দাদা। তাঁর অক্লান্ত পরিশ্রম, দিকনির্দেশনা এবং ভিশনের কারণেই পুশ আজ এই পর্যায়ে।
পুশকে ঘিরে শুধু দাদা নয়, বরং এডমিন, মডারেটর এবং সাধারণ ব্যবহারকারীরাও একসাথে কাজ করে যাচ্ছেন দিনরাত। সবার সম্মিলিত চেষ্টায় পুশ আজ অনেকের মন জয় করে নিয়েছে। সত্যি বলতে, এর পেছনে কিছু শক্ত কারণও আছে।প্রথমত, পুশ হলো স্টিমিট প্ল্যাটফর্মের প্রথম কয়েন,আর এটি আমার বাংলা ব্লগএর নিজস্ব কয়েন হিসেবেই জন্ম নিয়েছিল।
দ্বিতীয়ত, আমরা এই কয়েনটি পেয়েছি rme দাদার হাত ধরেই, যেটা আমাদের জন্য একটা বিশেষ গর্বের বিষয়।পুশের মাধ্যমে অনেকেই ইতিমধ্যে ভালো প্রফিট পেয়েছেন, এবং সামনে আরও পাবেন এই আশাতেই আমরা সবাই এগিয়ে যাচ্ছি। দাদা সবসময় নতুন কিছু নিয়ে ভাবছেন এবং বাস্তবায়ন করছেন।
যেমন, পুশ কনভার্ট করার জন্য একটি puss2bux ওয়েবসাইট চালু করেছেন, যেখানে পুশ সহজেই steem, TRX বা USD তে রূপান্তর করা যাচ্ছে। এটি নিঃসন্দেহে আমাদের জন্য বড় সুবিধা।আরও চমৎকার একটি উদ্যোগ হচ্ছে পুশের ডেবিট কার্ড প্রজেক্ট।যদিও এটি এখনক বাস্তবায়ন হয়নি তবে এটি বাস্তবায়ন হলে, পুশের মান অনেক বেড়ে যাবে। এমন আপডেটেড প্রযুক্তি সাধারণত আমরা কমই দেখি।
পুশের মার্কেট ক্যাপ ও রেট বর্তমানে অনেক স্থিতিশীল।যেখানে অনেক বড় বড় কয়েন ড্যাম্প হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পুশ অনেক ভালো ভূমিকা পালন করছে।পুশ একবারে ডাউন হয়ে যাচ্ছে না, বরং ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে। এছাড়া, পুশ স্টেকিং এবং ভোটিং সিস্টেম একটি দুর্দান্ত পদক্ষেপ।এদিকে বার্ন করে আর্ন করার ও সুযোগ আছে।
বার্ন এর মাধ্যমে সবাই বোনাস ভোট পাচ্ছেন এবং কয়েনের সরবরাহ কমে যাচ্ছে, যা পুশের মূল্য ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।সব মিলিয়ে, পুশের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আমি নিজেও আমার পুশ হোল্ড করে রেখেছি এবং স্টেক করে ভালো ভোট পাচ্ছি। আমরা চাইলে সবাই একসাথে এগিয়ে যেতে পারি এবং পুশকে ও অনেক দূর নিয়ে যেতে পারি।যাইহোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ ব্লগটি পড়ার জন্য।
তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু,যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
1 | https://x.com/Nevlu123/status/1937581991236632679
2 | https://x.com/Nevlu123/status/1937582218966401382
3 | https://x.com/Nevlu123/status/1937582791589527814
4 | https://x.com/Nevlu123/status/1937582965258863062
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit