কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা মানুষ বড়ই অদ্ভুত। আমরা কখনোই নিজেরা নিজেদের ভুল বুঝতে পারিনা বা দেখতেও পারি না। কিন্তু আমাদের প্রতিটা ভুল আমাদের প্রিয়জন বা আমাদের পরিবারের মানুষজন খুব ভালোভাবে দেখতে পারে বা খেয়াল করে থাকে। আর সেই জন্যই আমাদের পরিবারের মানুষ এবং প্রিয় মানুষ থাকা খুবই প্রয়োজনীয়। পরিবারের প্রত্যেকটি মানুষ হয়তো প্রত্যেকের খেয়াল রাখতে পারে না বা শাসনে রাখতে পারেনা কিন্তু প্রত্যেকটি মানুষ তার প্রিয় মানুষের সব সময় খেয়াল রাখে। প্রিয় মানুষটি কি করছে, কি করছে না, কেমন ভাবে চলাফেরা করছে, কি খাওয়া দাওয়া করছে, এমনকি কোনো অন্যায় কাজ করছে কিনা প্রত্যেকটা জিনিসই খেয়াল করে রাখে। যেমন সন্তানের প্রতিটা পদক্ষেপ খেয়াল করে রাখে তার বাবা-মা, স্বামী তার স্ত্রীর ভালো-মন্দ কি করছে, শারীরিক অবস্থা কেমন আছে, এমনকি কোন খারাপ পথে যাচ্ছে কিনা সবকিছু খেয়াল রাখে, তেমন স্ত্রী তার স্বামীর সবকিছু খেয়াল রাখে এমনকি স্ত্রী তার স্বামীর অর্থনৈতিক অবস্থা কেমন রয়েছে, তার সংসার চালাতে সমস্যা হচ্ছে নাকি সবকিছুই খেয়াল করে রাখে। এই ছোট্ট বিষয় থেকে শুরু করে অনেক বড় বড় বিষয় সবকিছুই খেয়াল করে রাখার জন্য একটি মানুষের প্রয়োজন।
আসলে প্রতিটা পদক্ষেপ এমন নজরে রাখা মানুষ থাকলে বা ভুল পথে চলতে গেলে বাধা দেওয়ার মত প্রিয় মানুষ থাকলে তাহলে জীবনে কখনোই মানুষ খারাপ হবে না। তবে অবশ্যই সেই মানুষটিকে ভালো এবং ভালো চিন্তাধারার মানুষ হতে হবে। তবে একে অপরের ভুল দেখলে সেটা শাসন এবং বারনের মাধ্যমে ঠিক করে নেওয়া যাবে। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। বর্তমান যুগে বেশ কিছু যুবক-যুগতীরা মনে করে যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে বেশ ভালো আছে এবং ভবিষ্যতেও বেশ ভালো থাকবে। বিবাহের পরবর্তী সময়ে প্রত্যেকটি মানুষের স্বাধীনতা নষ্ট হয়ে যায়, সব সময় পরিবারের প্রত্যেককে সব কিছুর জন্য অনুমতি নিতে হবে এমনকি বাড়ির বাইরে বেরোতে গেলেও অনুমতি নিতে হবে, যে কাজগুলো খুবই বিরক্তিকর বলে মনে করে বর্তমান জেনারেশনের ছেলে মেয়েরা। কিন্তু আসলে ব্যাপারটা তেমন নয়, আমাদের সব সময় পরিবারের গুরুত্ব বোঝা উচিত। পরিবারকে সবকিছু জানিয়ে কাজ করা মানে নিজের স্বাধীনতা নষ্ট করা নয়। বরং আমরা যদি জীবনে কোন কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলি বা ভবিষ্যতের জন্য ভুল পরিকল্পনা করি তারা সাথে সাথে আমাদের সঠিক পথ দেখিয়ে দিতে পারবে এবং আমরা ভুল কাজ করা থেকে বিরত থাকতে পারবো।
আমরা সবাই জানি যে বিবাহের পূর্বে জীবন এবং বিবাহের পরবর্তী জীবন অনেক বেশি ব্যবধান হয়ে থাকে। কিন্তু আমাদের এটা খুব ভালোভাবে বুঝতে হবে যে বিবাহের পূর্বে আমাদের জীবনে কোন লক্ষ্য থাকে না এমনকি কোন দায়িত্ববোধ থাকে না। আমরা দিশেহারা যাযাবরের মতো জীবনযাপন করতে থাকি যার ফলে আমাদের জীবনে ভুল করার অনেক সম্ভাবনা থাকে। কিন্তু বিবাহের পরবর্তী সময়ে আমাদের জীবনে একজন জীবনসঙ্গী যুক্ত হয় যে আমাদের জীবনের লক্ষ্য নির্ধারিত করে এবং জীবনে সফল হওয়ার জন্য প্রতিনিয়ত উৎসাহিত করতে থাকে এছাড়াও আমাদের দায়িত্ববান করে তোলে। আর তার সাথে জীবনে যদি কখনো কোন ভুল সিদ্ধান্ত নেওয়া হয় সেই ভুল সিদ্ধান্তটিকে ঠিক করে দেয় এবং অনেক সময় কোন কিছু ভুল হয়ে গেলে সেটা ঠিক করার উপায়ও বের করতে সাহায্য করে। আমরা যদি জীবনের প্রতিনিয়ত ভুল করে চলি এবং আমাদের জীবনের শাসন করার কোন মানুষ না থাকে তাহলে আমরা ক্রমশ খারাপ দিকে এগিয়ে যেতে থাকবো এবং আমাদের জীবনটা নষ্ট করে ফেলব। কিন্তু জীবনে এমন একটি মানুষ থাকলে যে আমাদের সব সময় ভালো চায়, তাহলে আমরা প্রতিনিয়ত শাসনের মধ্যে থাকবো এবং ভুল করার সুযোগ কম পাবো।
আসলে আমাদের মনে একটা কথা তৈরি হয়ে যায় যে, আমরা যদি কখনো কোন কাজ ভুল করে ফেলি তবে আমাদের সেই প্রিয় মানুষটি আমাদের অনেক বেশি বকা দেবে বা আমাদের পরে অভিমান করতে পারে তাই আমরা প্রতিনিয়ত সেই শাসন করা প্রিয় মানুষটার জন্য সবসময় খারাপ কাজের থেকে দূরে থাকার চেষ্টা করব এবং ভালো কাজ করার চেষ্টা করব যেন আমাদের প্রিয় মানুষ আমাদের কাজের দ্বারা খুশি হয়। যেকোনো ধরনের ভুল কাজকে ঠিক করে দেওয়ার ক্ষমতা এবং আমাদের খারাপ জীবনকে সুন্দরভাবে গুছিয়ে এবং চালনা করার জন্য আমাদের প্রত্যেকেরই এমন একটা শাসন করার মানুষের প্রয়োজন। চারিদিকে একটু খেয়াল করলেই দেখা যাবে যে মানুষ লাগাম ছাড়া এবং যার জীবনে প্রিয় মানুষের শাসন নেই তাদের জীবনে কোন উন্নতি নেই বরং জীবনটা নষ্ট হয়ে গেছে। তাই আমাদের প্রত্যেকের জীবনে আমাদের সুন্দরভাবে পরিচালনা করার জন্য এমন একজন সুবুদ্ধি সম্পন্ন আমাদের প্রিয় মানুষ থাকা উচিত যে আমাদের সব সময় সুন্দরভাবে শাসনের মধ্যে রাখতে পারবে এবং আমাদের জীবনটা সুন্দরভাবে গড়ে তুলতে পারবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/PussFi_FNDN/status/1946566697919594859
https://x.com/pussmemecoin/status/1946580772657434773
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit