এক আকাশ। আমার শৈশবের নিষ্পাপ মনের চিন্তা।

in hive-129948 •  3 days ago 


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17512739500505438532741290032471.jpg


সোর্স



শৈশব মানেই প্রত্যেকটা মানুষের একটা নিষ্পাপ সময়। শৈশবে প্রত্যেকটি মানুষের মন থাকে খুবই নিষ্পাপ এবং সহজ সরল। ঘুরপ্যাচ কোন চিন্তাভাবনা বা জটিল কথাবার্তা বোঝার ক্ষমতা শৈশবে আমাদের মধ্যে ছিল না। তখনকার সময় যে যা বলতো আমরা সেটাই সত্যি বলে বিশ্বাস করে নিতাম। কেউ যদি বলতো যে সূর্য দক্ষিণ দিক থেকে ওঠে তাহলে আমরা হয়তো সেটাই বিশ্বাস করে নিতাম। এতটাই নিষ্পাপ সহজ সরল মন থাকে শৈশবে। মা বাবা তখন নিজের কার্যসিদ্ধি করার জন্য যেমন আমাদের খাওয়ানো স্নান করানো বা পড়াশোনা করানোর জন্য যা বলতো আমরা সেটাই শুনতাম এবং সেটাই বিশ্বাস করে নিতাম। আমার মনে আছে মা বলতো বছরের প্রথম দিন যদি আমরা ভালোভাবে পড়াশোনা করি সারাদিন বই নিয়ে পড়ি তাহলে নাকি সারা বছর অনেক ভালো পড়াশোনা হয়। আর পরীক্ষায় অনেক ভালো নাম্বার তোলা যায়। মায়ের এই কথা বিশ্বাস করে বছরের প্রথম দিন অনেক মন দিয়ে পড়াশোনা করতাম। তখনকার সহজ সরল মনে যেটা শুনতাম সেটাই যেন বিশ্বাস করে নিতাম শুধুমাত্র মায়ের কথা নয় আশেপাশে পাড়া প্রতিবেশী বন্ধু-বান্ধব যে যা বলতো সেটাই বিশ্বাস হয়ে যেত। ছোটবেলায় আমি কল্পনা করতে এবং আকাশের মেঘ দেখে অনেক সুন্দর সুন্দর জিনিস ইমাজিন করতে খুব ভালবাসতাম।


যেমন মেঘের আকৃতি অনুযায়ী বিভিন্ন পশু পাখি ফুল ফল মানুষের মুখ বিভিন্ন জিনিস কল্পনা করতাম এবং সেটাই অনেক বেশি ভালো লাগতো। শৈশব আমাদের সবারই অনেক প্রিয় একটি সময় আমরা সব সময় প্রত্যেকেই অনেক বেশি মিস করতে থাকি ওই নিষ্পাপ সময়টার। যদি আবার রিভার্স করে, সেই সময়টায় ফিরে যাওয়া যেত তাহলে হয়তো আমরা প্রত্যেকেই সেই সময়টাই ফিরে যেতাম। তবে এখনো মাঝে মাঝে ছোটবেলার কিছু কথা মনে পড়লে একা একাই পাগলের মতো হেসে ফেলি। যখনই আকাশে বৃষ্টি হতে দেখি তখনই মনে পড়ে ছোটবেলার একটা নিষ্পাপ মনের চিন্তার কথা। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমি বাবা-মা থেকে অনেক বেশি দূরে দূরে থাকি। যেহেতু আমার বাবা-মা দুজনেই চাকরি করতেন তাই আমাকে খুব বেশি সময় তারা দিতে পারতেন না। তাই আমাকে স্কুল এবং টিউশন পড়া ছাড়া বাড়িতে মোটামুটি একাই দিন কাটাতে হতো। ছোটবেলা থেকেই বলা যায় একাই বড় হয়েছি তাই আমার একটু নিজেকে এন্টারটেইন করার জন্য নিজেই বিভিন্ন পরিকল্পনা করতে হতো। আমি ঘরে বসেই নিজেকে ব্যস্ত রাখার বিভিন্ন চেষ্টা করতে থাকতাম। তবে একটা দিন এমন এলো যে কিছুই ভালো লাগছিল না সারাটা দিন ঘরের মধ্যে বসেই ছিলাম।


বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল যে কারণে কোথাও যাওয়ার উপায় ছিল না বা বান্ধবীকে ডাকার উপায় ছিল না। এমন সময় আমার মাকে আমি ফোন করি একটু কথা বলার জন্য। মার সাথে কথা বলতে বলতে মা জানালো যে মায়ের অফিসের ওখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে। এ কথা শুনে আমি মাকে বলি 'মা, তার মানে তোমার আর আমার একই আকাশ।' মা কথাটি শুনে হেসে ফেলল এবং বলল হ্যাঁ একই আকাশ। মা তখন ভেবেছিল আমি যেহেতু অনেক ছোটো মানুষ বুঝিনা আবেগে বলেছি তাই সহমত প্রকাশ করেছে। কিন্তু মায়ের ওই কথাটা প্রতিনিয়ত আমি সঠিক বলে মনে করতাম যখনই বৃষ্টি হতো আমি ভাবতাম পুরো পৃথিবীর সব জায়গাতেই মনে হয় এখন বৃষ্টি হচ্ছে। আর বর্ষাকালে মোটামুটি সব জায়গাতেই যেহেতু বৃষ্টি হতো তাই খবরেও বৃষ্টির খবর দিত। তাই আমি আরো বেশি মনে করতে লাগলাম যে পুরো পৃথিবীতে হয়তো একই সময়ে একই সাথে বৃষ্টি হয়। আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম তখন বিভিন্ন জিনিস সম্পর্কে জ্ঞান এবং অভিজ্ঞতা হতে লাগলো আর তার সাথে বইতে পড়েছিলাম যে বৃষ্টি কাকে বলে? সেদিন আমি অনেক বেশি মন দিয়ে বৃষ্টির বর্ণনা পড়েছিলাম। যে কিভাবে জলীয় বাষ্প ওপরে গিয়ে মেঘ তৈরি হয় এবং সেখান থেকে বৃষ্টি পড়ে।


তবে বৃষ্টির সংবাদ শুনে তখন আমার মনে একটু কৌতূহল এসেছিল যে পৃথিবী থেকে সব জায়গায় একই সাথে মেঘ জমে এবং একই সাথে বৃষ্টি পড়ে। তারপর আরো কিছুদিন যাবার পর একটু বুঝতে শিখলে তখন এ ব্যাপারেও আমি নিশ্চিত হলাম যে আকাশ একই হলেও বৃষ্টিটা বিভিন্ন স্থানে বিভিন্ন সময় হয়ে থাকে। তারপর একদিন তো এমন একটি ঘটনা ঘটলো যাতে আমি পুরোই অবাক। আমি একদিন কোন একটি জিনিস কিনতে দোকানে গেছিলাম এবং সেখানে গিয়ে আমি আটকে পড়েছিলাম কারণ প্রচুর জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল। আমার বাড়ি ফিরতে দেরি হাওয়ায় যখন বাড়ির লোক ফোন করে, তখন আমি বৃষ্টির কথা জানালে বাড়ির লোক জানায় যে বাড়িতে বৃষ্টি হচ্ছে না তোমার ওখানে বৃষ্টি কি করে হয়। কারণ বাড়ি থেকে দোকান ছিল মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ একদম কাছাকাছি। আমি কিছুতেই বিশ্বাস করতে চাইছিলাম না যে বাড়িতে বৃষ্টি হচ্ছে না। তখনই ভিডিও কল করায় দেখতে পেলাম সত্যিই বাড়িতে বৃষ্টি হচ্ছে না কিন্তু বাড়ি থেকে কিছু দূরে দোকানেই বৃষ্টি হচ্ছে। আমার এক আকাশে যে একই সময়ে সব জায়গা বৃষ্টি হয় না সেটা আমি একদম বুঝে গেলাম সেদিন। তবে এখনো শৈশবের বিভিন্ন পাগলামি বা অবুঝ মনের বিভিন্ন চিন্তা ভাবনার কথা মনে পড়লে বেশ ভালোই লাগে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Loading...

ছোটবেলায় অনেক রকমের কৌতূহল মনে জেগে উঠতো। আর সেই কৌতূহল গুলো আমরা সবার মাঝে প্রকাশ করতাম। আমাদের ছোটবেলার স্মৃতি গুলো সত্যিই অন্য রকমের ছিল। অনেক ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।