বর্তমানে ট্যালেন্টের কোন দাম নেই ।

in hive-129948 •  14 days ago 


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17514451800218333999535866815104.jpg


সোর্স



ছোটবেলা থেকেই জেনে এসেছি বা চারপাশের সামাজিক পরিবেশ থেকে শুনে এসেছি যে ট্যালেন্টেড মানুষদের অনেক বেশি মূল্য দেওয়া হয়। যে মানুষ যত বেশি ট্যালেন্টেড তাদের তত বেশি মূল্যায়ন রয়েছে সমাজে। সেজন্য আগেকার মানুষ দেখা যেত প্রতিনিয়ত কিছু না কিছু বিষয়ে অথবা বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করার চেষ্টা করত। আর এই দক্ষতা তাদেরকে অনেক বেশি সম্মান অর্জন করতে সাহায্য করত। আগেকার মানুষের মধ্যে যেসব মানুষ অনেক বেশি দক্ষ বা কোন জিনিসের সম্পর্কে অনেক বেশি জ্ঞানী অথবা বিভিন্ন জিনিস নিয়ে জ্ঞান রয়েছে তাদের কথা আলাদা করে প্রচার করা লাগতো না। মানুষের মুখে মুখেই তাদের দক্ষতা প্রচার হয়ে যেত এবং তারা সমাজের মধ্যে সুদক্ষ হিসেবে সম্মানিত হত এবং সুন্দর একটি পরিচয় পেত। আগেকার সময় কোন সোশ্যাল মিডিয়া বা অন্য কোন মিডিয়া মাধ্যম ছিল না যাতে মানুষ মানুষের খবর পেতো। কিন্তু তখনকার মানুষ ছিল অনেক বেশি ট্যালেন্টেড। মানুষের মুখে মুখে এই ট্যালেন্ট ছড়িয়ে যেত কোন সোশ্যাল মিডিয়ার প্রয়োজন পড়তো না। কিন্তু বর্তমান যুগে এসে দেখা যাচ্ছে কোন ট্যালেন্টেড মানুষের কথাই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটা ট্যালেন্টেড মানুষ কোথায় যেন অসম্মানিত হয়ে লুকিয়ে থাকে।


বর্তমান সোশ্যাল মিডিয়া এতটাই বেশি নোংরামিতে ভরে গেছে যে সু দক্ষ ব্যক্তিদের বা বিভিন্ন জিনিসে দক্ষতা অর্জন করা ব্যক্তিদের কথা শোনা যায় না বা দেখা যায় না। বর্তমান সমাজে ট্যালেন্টেড ব্যক্তিদের থেকে বেশি মূল্যায়ন করা হয় যাদের কোন ট্যালেন্ট নেই তাদেরকে। যেসব ব্যক্তি অলিম্পিকে মেডেল পেয়েছে তাদেরকে যেন খুঁজেই পাওয়া যায় না। আমাদের দেশে যেসব মেয়েরা দেশের নাম উজ্জ্বল করেছে এবং বিভিন্ন বিষয় দক্ষতা অর্জন করেছে তাদেরকে দেশের কোন খবরে কোন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না। এমনকি নাম পর্যন্ত হয়তো দেশের নব্বই শতাংশ মানুষ জানেই না। কারা চাঁদে গেছে, মহাকাশ সম্পর্কে জ্ঞান এছাড়াও এভারেস্ট জয় করেছে এসব মানুষের কথা মানুষের মুখে শোনা যায় না। অথচ এইসব দক্ষতা অর্জন করতে অনেক বেশি যোগ্য করে তুলতে হয় নিজেকে এবং প্রতিনিয়ত অনেক কষ্টের সম্মুখীন হতে হয় এবং মৃত্যু ঝুঁকি পর্যন্ত থাকে। অথচ এসব মানুষদের নিয়ে আমরা কোনরকম কথাও বলি না। বিশেষ অভিজ্ঞতা অর্জন বা বিশেষ কোন দক্ষতা অর্জন করার দিক থেকে আমরা ধীরে ধীরে কেমন সরে আসছি। যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক বেশি ক্ষতিকর। আমরা এসব জ্ঞানী অভিজ্ঞ এবং দক্ষতা সম্পন্ন মানুষদের কথা না জেনে বা তাদের সম্পর্কে না দেখে অযথা আমাদের জীবনের অর্ধেকের বেশি সময় পার করে দিচ্ছি সোশ্যাল মিডিয়ার নোংরামি দেখে।


যেসব নোংরামি দেখে আমাদের জীবনে কোন উন্নতি হয় না বা ভবিষ্যতেও হবে না। পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে অশ্লীলতা এবং অসভ্যতামি, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিনিয়ত ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এসব সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত সেই সব ভিডিওই দেখা হয় বা তৈরি করা হয় যা কোন কাজে লাগে না। আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত যেসব ভিডিও দেখে থাকি এবং যেসব মানুষ এইসব ভিডিও তৈরি করে থাকে সেসব মানুষের কোন রকম কোন দক্ষতা থাকে না। বেশিরভাগ মানুষই কোনরকম ট্যালেন্ট ছাড়া নোংরা এবং অশ্লীল কনটেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকে। আর এইসব নোংরামি প্রতিনিয়ত ভাইরাল হতে থাকে। যার কারণে নোংরামি দিনে দিনে বেড়েই চলেছে। আর লুপ্ত হয়ে পড়েছে বিভিন্ন ট্যালেন্টেড মানুষের কথা। যারা অক্লান্ত পরিশ্রম করে নিজেকে সুদক্ষ তৈরি করছে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের প্রতি তাদের কথা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেও পারি না বা জানতেও পারি না। আর এইসব ট্যালেন্টেড মানুষের ভিডিও বা কোনরকম কথা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় না বা ভাইরাল হয় না। যার ফলে ট্যালেন্ট ধীরে ধীরে কমে যাচ্ছে এবং বিভিন্ন ট্যালেন্টেড মানুষ যখন দেখছে যে তার পর্যাপ্ত সম্মান সে পাচ্ছে না তখন তারাও পিছিয়ে আসছে এবং নোংরামির পথে হাঁটা শুরু করছে।ট্যালেন্টেড মানুষদের তাদের পর্যাপ্ত সম্মান না দেওয়ার কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত এবং খারাপের দিকে এগিয়ে যাচ্ছে।


যার ফলে প্রতিটা ট্যালেন্টেড মানুষ তাদের ভবিষ্যতের অনিশ্চয়তা দেখে বাধ্য হয়ে ট্যালেন্ট ছেড়ে ভবিষ্যৎ ভালো করার জন্য নোংরামির পথে পা বাড়িয়ে ফেলছে। আমরা যদি বিভিন্ন বিষয়ে দক্ষ মানুষদের সম্মান না করি বা তাদের কাজের সঠিক মূল্যায়ন না করি তাহলে আমাদের দেশের থেকে প্রতিনিয়ত বিভিন্ন ট্যালেন্টেড মানুষ বিভিন্নভাবে হারিয়ে যেতে থাকবে। এবং এই ট্যালেন্টেড মানুষ হারিয়ে যাওয়ার ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিভিন্ন জিনিসের উপর দক্ষ হওয়ার মোটিভেশন পাবে না। যার ফলে ভবিষ্যৎ প্রজন্ম একদম নোংরা এবং অশ্লীলতায় ভরে যাবে। তাই আমাদের প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে দক্ষ মানুষদের সম্মান করতে হবে এবং তাদের সঠিক মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সবসময় বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা অর্জন করার জন্য উৎসাহ দিতে হবে। প্রতিনিয়ত চেষ্টা করতে থাকতে হবে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সঠিকভাবে এবং সুন্দরভাবে গড়ে ওঠে। অশ্লীলতা এবং নোংরামি প্রতিনিয়ত বন্ধ করার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা ট্যালেন্টেড মানুষকে উৎসাহ দিতে হবে এবং নিজের বাড়ির প্রত্যেকটা মানুষকে বিভিন্ন বিষয়ের উপর দক্ষ করে তুলতে হবে। তাহলে আমরা সুন্দর একটি সমাজ গড়ে তুলতে পারবো এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করে গড়ে তুলতে পারবো।।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

1000049541.jpg

1000049542.jpg

1000049543.jpg