কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা অনেকেই মনে করি খারাপ মানুষের সাথে মেলামেশা করা থেকে একা থাকা অনেক ভালো। একাকীত্ব যদি মানুষের একবার ভালো লেগে যায় তাহলে সে মানুষটি কখনোই একা হতে পারবে না। আর এইসব একা থাকা মানুষকে কখনোই কেউ প্রয়োজনে ব্যবহার করতে পারবে না এবং অকারণে কষ্ট দিতে পারবে না। কারণ যেসব মানুষ একাকীত্ব ভালোবাসে সেই সব মানুষ অনেক বেশি কষ্ট পেয়ে নিজের ভালবাসাকে হারিয়ে এই একাকীত্ব ভালোবাসা শিখেছে। তাই একাকীত্ব থাকা মানুষগুলো কখনোই বেশি মানুষদের সাথে মেলামেশা পছন্দ করে না। যারা একাকীত্ব ভালোবাসে তারা অনেক ভালোবাসাকে দূরে চলে যেতে দেখেছে বা প্রিয় মানুষটিকে নিজের জীবন থেকে হারিয়ে যেতে দেখেছে। তাই এইসব মানুষ অন্য কারোর পরে নিজের ইমোশন আর নষ্ট করতে চায় না যার ফলে এসব মানুষ সবসময়ই একাকীত্বটাকে পছন্দ করে থাকে। কারণ পৃথিবীতে এই এমন একটি জিনিস যা কখনোই মানুষকে দুঃখ দেয় না। একাকী থাকার মধ্যে একটা আলাদাই ভালোলাগা এবং ভালোবাসা কাজ করে। যেসব মানুষ একা থাকতে পছন্দ করে সেই সব মানুষ হাজারো মানুষের মধ্যেও একাকী থাকার চেষ্টা করে। এবং একাকীত্ব টা কে খুঁজে নেয়। একাকী থাকাটা বোরিং কিছু নয়, যারা একাকী জীবনযাপন করে তাদের জীবন যাপন করার ধরন দেখলে বোঝা যাবে তারা সারাদিন অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়েই দিন কাটায়।
একাকীত্ব ভালোবাসা মানুষগুলোকে কখনোই হাজার মানুষের ভিড়ে খুঁজে পাওয়া যায় না। এইসব মানুষ সব সময় কোন শান্ত পরিবেশে থাকে যেখানে কোন মানুষই যাতায়াত করে না। আসলে যারা একা থাকতে পছন্দ করে তাদের মধ্যে সব সময় একটু ভিন্ন রকম আবেগ কাজ করে। সেই আবেগ সচরাচর মানুষদের মধ্যে থাকে না যেসব মানুষ অনেক বেশি লোকজনের ভিড় পছন্দ করে বা অনেক বেশি মানুষের সাথে মেলামেশা বা বন্ধুত্ব পছন্দ করে। আসলে আমরা প্রায় মানুষই ছোট থেকে অনেক বেশি চঞ্চল প্রকৃতির হয়ে থাকি বাস্তব সম্পর্কে তেমন কোন জ্ঞান থাকে না। তখন অনেক বেশি স্বতঃস্ফূর্ত এবং আবেগপ্রবণ হয়ে থাকি। কিন্তু যতই ধীরে ধীরে বয়স বাড়তে থাকে জীবনে অভিজ্ঞতা সঞ্চয় হয়। আর তার সাথে কাছের মানুষকে অনেক দূরে যেতে দেখতে হয়। ভালোবাসার মানুষ কষ্ট দেয়, অনেক সময় পরিবারের ভালোবাসা হারাতে হয় আবার পরিবারের প্রিয় মানুষকেও হারাতে হয়। কাছের মানুষের থেকে প্রতিনিয়ত বিশ্বাস ভেঙে যেতে দেখতে হয়। আর যেসব মানুষের প্রতিনিয়ত বিশ্বাস হারায় কাছের মানুষ দূরে চলে যায় এছাড়াও জীবনে অনেক বেশি কষ্টের সম্মুখীন হতে হয় তারা আর বেশি ভিড় লোকজন পছন্দ করতে পারে না।
এইসব গভীর আঘাত পাওয়া মানুষরা প্রতিনিয়ত নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিতে থাকে এবং বিভিন্ন রকম মানুষদের থেকে নিজেকে সবসময় আড়াল করতে থাকে। আর এইভাবে বিভিন্ন মানুষ থেকে সরে আসতে আসতে একাকীত্বের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা জন্ম নিতে থাকে। পৃথিবীতে সব কিছু ছেড়ে গেলেও এই একাকীত্ব আমাদের কখনো ছাড়বে না কখনো কষ্ট দেবে না। তাই এই একাকীত্ব থাকা মানুষগুলো সব সময় অনেক বেশি সুখ খুঁজে পায় একা থাকার মধ্যে। একাকীত্ব পছন্দ করা মানুষেরাও কিন্তু স্বাভাবিক মানুষদের মতনই চলাফেরা করে স্বাভাবিকভাবেই সব কাজ করে থাকে। কিন্তু দিন শেষে দেখা যায় এইসব মানুষ সবসময় সবার থেকে একটু দূরত্ব বজায় চলার চেষ্টা করে এবং নিজের জন্য একাকী সময় সব সময় খুঁজে নিয়ে থাকে। এই একাকীত্ব পছন্দ করে মানুষ যখন কোন মানুষকে কোন কথা দেয় তবে সেই কথা অবশ্যই রাখে। কারণ এসব মানুষ কথা রাখতে পারে এমনকি তার প্রিয় মানুষকে অনেক বেশি ভালবাসতে পারে। একাকী থাকা মানুষগুলো যখন কোন মানুষকে পছন্দ করে বা ভালোবাসে তখন তার নিজের সবটুকু ভালোবাসা উজার করে দিয়ে থাকে যার ফলে কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি কষ্ট পেতে হয়। তাই তারা অনেক বেশি ভাবনা-চিন্তা করে নিজের প্রিয় মানুষ বাছাই করার চেষ্টা করে।
একাকী থাকা মানুষগুলো হঠাৎ করে কারো সাথে অনেক বেশি মেলামেশা করতে পারে না। স্বাভাবিক মানুষদের থেকে একটু বেশি সময় লাগে অন্য মানুষদের সঙ্গে মেলামেশা করার জন্য এবং নিজের মনের কথা শেয়ার করার জন্য। একাকীত্ব বড়ই সুন্দর একটি জিনিস। যেসব মানুষ এই একাকীত্ব জীবন যাপন করে তারা নিজের জীবনটাকে অনেক বেশি সুন্দর করে গুছিয়ে নিতে পারে। কিন্তু অতটাও সোজা নয় একাকীত্ব জীবন যাপন করা। অনেক বেশি কষ্টকর এবং মনের সাহস এবং সুচিন্তাভাবনা রাখতে হয় সুন্দরভাবে একাকীত্ব জীবনযাপন করার জন্য। কোন মানুষ একাকীত্ব জীবনযাপন করলে সেই মানুষটিকে প্রতিনিয়ত সে একাকীত্ব দংশন করতে আসে। হঠাৎ করে জীবনে একাকীত্ব নেমে আসলে মানুষের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু একবার যদি নিজের সাথে নিজে লড়াই করে এই একাকীত্ব টা কে জয় করে নেয়া যায় তাহলে জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। বুদ্ধি করে মনে সাহস নিয়ে মানুষের থেকে দূরত্ব বজায় রেখে সুন্দরভাবে জীবনটা গুছিয়ে নেওয়া যায়। বর্তমানে তো দেখা যায় চারপাশে অনেক মানুষ এই একাকিত্বের প্রেমেই পড়ে জীবনটা সুন্দরভাবে যাপন করছে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 1/7) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/PussFi_FNDN/status/1937817958522470450
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit