কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আমরা রক্তে মাংসের গড়া মানুষ তাই আমাদের জীবনটা ভুলে ভরা হবে এটা স্বাভাবিক। আমরা কখনোই নিখুঁতভাবে সব কাজ করতে পারবো না। এমনকি সব মানুষের মন রক্ষা করে চলতে পারব না এবং সবার মন জয় করতেও পারবো না। কিছু মানুষের আমাদের কাজ ভালো লাগবে আবার কিছু মানুষের আমাদের করা বিভিন্ন কাজ অপছন্দ হবে এটাই স্বাভাবিক। আমরা সব মানুষের প্রিয় হতে পারব না এটাই স্বাভাবিক। আমরা যখন ছোট্ট শিশু হিসেবে জন্মগ্রহণ করেছিলাম তখন থেকেই কিছু মানুষ আমাদের পছন্দ করত এবং কিছু মানুষ আমাদের অপছন্দ করতো। এবং এই পছন্দ-অপছন্দ চলতেই থাকে মৃত্যু পর্যন্ত। কারণ অনেক সময় দেখা যায় মৃত্যুর পরেও অনেক মানুষ বলে থাকে যে, ইসস মানুষটা কতই না ভালো ছিল, আবার কিছু মানুষের মুখে বলতে শোনা যায় মানুষটি মোটেও ভালো ছিল না তার ব্যবহার ভালো ছিল না বা তার আচরণ ভালো ছিল না। একেক মানুষের মনে একেক রকম স্থান পায় এক এক মানুষ। আর এটা খুবই স্বাভাবিক ব্যাপার কারণ আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, আমাদের চিন্তাভাবনা আলাদা, আমাদের চলাফেরাও আলাদা, আমাদের প্রত্যেকের পছন্দ এবং অপছন্দ আলাদা। তাই একই জিনিসের প্রতি বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকে।
যেমন কিছু কিছু মানুষ আছে যাদের মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খেতে ভীষণ পছন্দ, আবার কিছু মানুষ এমন আছে যাদের মিষ্টি একদমই পছন্দ না। এই দুই ধরনের মানুষের মাঝখানে এমন কিছু মানুষ আছে যাদের মিষ্টি মোটামুটি পছন্দ। তেমনি কিছু মানুষ তেতো খাবার খেতে মোটেও পছন্দ করেনা, কিছু মানুষ বেশ ভালো খায় তেতো যে কোন খাবার আবার কিছু মানুষ তেতো শরীরের জন্য উপকারী সেই জন্য খায়। অর্থাৎ পছন্দ বা অপছন্দের ব্যাপারটা না ভেবে প্রয়োজন অনুযায়ী চিন্তাভাবনা করে তেতোটা এই কিছু মানুষ খেয়ে থাকে। তাই মিষ্টি যেমন পৃথিবীর সবার পছন্দের নয় তেমন পৃথিবীর প্রত্যেকটা মানুষ অপর মানুষের পছন্দের হবে এমন কোন কথা নেই। আমরা আমাদের বাপের বাড়ি অথবা শশুর বাড়ি থেকে একটু খেয়াল করলে দেখতে পারবো যে আমাদের এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাদের পছন্দ করে এমন নয়। কিছু মানুষ আমাদের পছন্দ করে ভালবাসে এবং আমাদের সর্বদা মঙ্গল কামনা করে কিন্তু কিছু মানুষ আমাদের সবসময় খারাপ চেয়ে থাকে এবং ভীষণ অপছন্দ করে। আবার কিছু মানুষের মনে আমরা বসবাস করি না অর্থাৎ তাদের কাছে আমরা ভালো থাকি বা খারাপ থাকি তার কোন চিন্তাভাবনা নেই, কারণ আমরা তাদের কাছে অস্তিত্বহীন।
তেমনি বন্ধু মহলে সব বন্ধু সব বন্ধুকে কিন্তু পছন্দ করে এমন না। বন্ধু মহলে একটা বন্ধুর গ্রুপের মধ্যে সবথেকে প্রিয় বন্ধু একজন থাকে এবং কিছু অপছন্দের বন্ধুও থাকে যারা শুধুমাত্র নামমাত্র বন্ধু কিন্তু তাদের সাথে মেলামেশা করা অন্য বন্ধুরা বা অন্য কয়েকজন বন্ধু পছন্দ করে না। তাই কে আমাদের পছন্দ করল বা কে আমাদের পছন্দ করেনা সে ব্যাপারে ভাবনা চিন্তা করা একদমই মূল্যহীন একটি কাজ। আমরা জীবনে যেমন কাজই করি না কেন বা যত ভালো কাজই করার চেষ্টা করি না কেন যারা পছন্দ করার তারা আমাদের পছন্দ করবে এবং যারা অপছন্দ করার তারা আমাদের অপছন্দ করবেই। কারণ কথাতে আছে "যারে দেখতে নারি তার চলন বাঁকা" । অর্থাৎ যারা আমাদের অপছন্দ করে তাদের কাছে আমাদের প্রত্যেকটি কাজই খারাপ লাগবে। এবং আমাদের প্রত্যেকটা কাজের মধ্যেই এমনকি ভালো কাজের মধ্যেও তারা সব সময় খুদ বের করবে। আর এই সব কিছু মানুষের কাছে অপছন্দ হওয়ার জন্যও তেমন কোন বড় কারনের প্রয়োজন হয় না। আমাদের অস্তিত্ব বা আমাদের উপস্থিতি তাদের কাছে বিরক্তিকর। সেই জন্য কখনো কারোর কাছে প্রিয় হওয়ার চেষ্টা করার থেকে নিজের কাছে নিজেকে প্রিয় করার চেষ্টা করা অনেক গুণ ভালো।
কিছু কিছু মানুষের অপছন্দের মানুষ হওয়ার জন্য তাদের সাথে ঝগড়া অশান্তি বা রাগারাগি করার প্রয়োজন হয় না। এমনিতেই কোথা থেকে কিভাবে কিছু মানুষের অপছন্দের মানুষ হয়ে ওঠা যায়। আর রাগারাগি বা ঝগড়া অশান্তি করলে তো অপছন্দের মানুষ হয়ে ওঠা সহজ। যারা আমাদের পছন্দ করবে বা পছন্দ করে তারা আমাদের মধ্যে সবসময় ভালোটা খুঁজে নেবে আবার যদি আমাদের মধ্যে কোন ভুল থাকে সে ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের ভালো খারাপ সবকিছু নিয়েই আমাদের ভালবাসবে। তাই যারা আমাদের অপছন্দ করে তাদেরকে সব সময় গুরুত্বহীন মনে করা উচিত এবং যারা আমাদের পছন্দ করে এবং আমাদের সবসময় ভালো চায় তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের ভালো উপদেশ আমাদের সবসময় মেনে চলা উচিত। তাহলে অবশ্যই আমরা আমাদের ভালোবাসার মানুষদের আশীর্বাদে নিজের জীবনটাকে অনেক বেশি ভালো এবং সুন্দর করে তুলতে পারবো। নিজেকে সবসময় অন্যের প্রিয় করার চেষ্টা না করে নিজেকে নিজের কাছে প্রিয় করার চেষ্টা করতে হবে। এবং নিজেকে সবসময় সুন্দর করে তুলতে হবে এবং সুন্দর মন মানসিকতার অধিকারী করে তুলতে হবে। তাহলেই আমরা ভালো চিন্তাধারার মানুষ হবো এবং আমরা নিজে নিজের কাছে অনেক প্রিয় হয়ে উঠবো আর আমাদের পছন্দের মানুষের কাছেও আমরা প্রিয় হতে পারব।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/pussmemecoin/status/1938837033121972276?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/pussmemecoin/status/1938838349063786505?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/pussmemecoin/status/1938838792884117884?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/PussFi_FNDN/status/1938987420634226889
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit