দূর থেকে মানুষ চেনা যায় না।

in hive-129948 •  11 days ago 


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17504049691701961903189253401814.jpg


সোর্স



'মানুষ চেনা বড় দায়' এই কথাটি চরমতম বাস্তব। কারণ মানুষ এমন একটা প্রাণী যাদের মধ্যে জটিলতা ভর্তি থাকে। একটা মানুষকে হঠাৎ করে দেখলে তার সম্পর্কে এক রকম ধারণা হবে, সে মানুষটির সাথে প্রথম কথাতে অন্যরকম আরেকটি ধারণা তৈরি হবে। এইভাবে প্রতিদিন কথা বলার মাধ্যমে সে মানুষটির সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন হতে থাকবে এবং মানুষটির সম্পর্কে আরো বেশি জ্ঞান আমরা অর্জন করতে পারব। তবে আমরা অল্প সময়ে যে কোন মানুষের সম্পর্কে যে জ্ঞান অর্জন করব সেটি সম্পূর্ণরূপে সঠিক নয়। কারণ একটি মানুষ চেনা অতটাও সহজ নয়। প্রথম প্রথম যে কোন মানুষ সম্পর্কে আমরা শুধু ভালো দিকগুলোই দেখতে পারি এবং ভালো জিনিস গুলোই আমাদের চোখে ধরা পড়ে। কিন্তু দিন যত যায় তত আমাদের সে মানুষটির খারাপ ভালো দুই দিক সম্পর্কেই ধারণা হতে থাকে। আর একটি মানুষকে সম্পূর্ণরূপে চিনতে গেলে আমাদের সেই মানুষটির সাথে সারা জীবন কাটাতে হবে কিন্তু তারপরেও সম্পূর্ণরূপে হয়তো চেনা হয়ে উঠবে না। কারণ মানুষ প্রতিনিয়ত পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে থাকে। আর কিছু মানুষের মুখের কথার সাথে মনের কথা কোন রকম ভাবেই মিল থাকেনা।


আমাদের পৃথিবীতে যত ভালো মানুষ হোক না কেন সেই ভালো মানুষটিও তার সব কথা অনুযায়ী চলতে সক্ষম নয়। তাই ভালো মানুষ চেনাও যেমন মুশকিল তেমনই খারাপ মানুষ চেনাও অনেক বেশি কষ্টকর। কারণ ভালো মানুষ চিনতে গেলে হয়তো অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে পারে কিন্তু ভালো মানুষের বিভিন্ন পরিস্থিতিতে আচরণ দেখলেই বোঝা যায়। কিন্তু একজন খারাপ মানুষ এবং চালাক মানুষ সবসময়ই প্রত্যেকটি কাজ চালাকীর সাথে করতে থাকে যার ফলে তাঁর কুমতলব চেনা খুবই কষ্টকর হয়ে পড়ে। যেসব মানুষ খুবই চালাক হয় এবং কু- মতলবী হয়ে থাকে সেইসব মানুষ প্রতিনিয়ত প্রতিটি কাজ অনেক ভেবেচিন্তে করে থাকে এবং প্রতিটি পদক্ষেপ অনেক বেশি সতর্কতার সাথে ফেলে থাকে যাতে তাদের সেই কু-মতলব কখনই কারোর কাছে ধরা না পড়ে। তাই কয়েকদিনের পরিচয় হওয়া ব্যক্তিকে আমরা কখনোই ভালো বলে আখ্যা দিতে পারি না। কারণ কারোর সম্পর্কে কোন কিছু বলার আগে আমাদের অবশ্যই যাচাই-বাছাই করে নেওয়া উচিত। আর দূর থেকে কারো সাথে যদি দীর্ঘদিন থেকে শুরু করে দীর্ঘ বছরও যোগাযোগ থাকে তবুও এমনটা সম্ভব নয় যে একজন আরেকজন ব্যক্তিকে সম্পূর্ণরূপে চিনে নিতে পারে।


বর্তমান সময়ে এমন এসে দাঁড়িয়েছে যে একসাথে এক বাড়িতে থাকা ব্যক্তি একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারে না আবার চিনতে পারেনা আর দূর থেকে যোগাযোগের মাধ্যমে যেকোনো রকমের সম্পর্কে একে অপরকে বোঝা একদমই অসম্ভব ব্যাপার। দূরে থেকে শুধুমাত্র ফোনের মাধ্যমে যোগাযোগ এবং কথাবার্তা দীর্ঘ বছর ধরে যদি চলতে থাকে কোন দুই ব্যক্তির মাঝে। এবং তারা যদি মনে করে একে অপরকে তারা অনেক বেশি ভালোভাবে চেনে কিন্তু এটা একদমই অসম্ভব ব্যাপার। হঠাৎ করে একদিন এমন কিছু ঘটনা ঘটে বসবে বা এমন কোন পরিস্থিতি আসবেই যার মাধ্যমে দুজন না হলেও অন্তত একজন বুঝতে পারবেই যে তারা একে অপরকে কোনোভাবেই বোঝেনা বা সম্পূর্ণরূপে জানেনা। দূর থেকে যেকোন মানুষকে বোঝা এবং যেকোনো মানুষের চিন্তাধারা বোঝা অনেক কষ্টকর একটি ব্যাপার। কারণ প্রত্যেকটি মানুষের চিন্তাধারার ওপর নির্ভর করে তার কাজকর্ম। আর দূর থেকে মানুষের কাজকর্ম কোনোভাবেই দেখা যায় না বা বোঝাও সম্ভব নয়। তবে যদি খুব বুদ্ধিমান ব্যক্তি হয় তবে অবশ্যই একটু বুঝতে পারবে। যে অপর ব্যক্তিটি কেমন ধরনের।


আমরা প্রতিনিয়ত ভালো কাজ করার কথা বলে কিন্তু ভালো কাজ সব সময় করে উঠতে পারিনা। যেমন স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত শরীর চর্চা করা ইত্যাদি। কিন্তু যেহেতু আমাদের চামড়ার মুখ বলতে কোন দ্বিধা নেই তাই আমরা বলে দিতেই পারি যে আমরা নিয়মিত শরীরচর্চা করি এবং স্বাস্থ্যকর খাবার খাই। তেমনই দূরে থাকা মানুষ যে কথাটি বলছে সেই কথা ১০০% সত্য কিনা তা আমরা দূর থেকে কখনোই যাচাই করে দেখতে পারব না। তাই দূরে থাকা মানুষের থেকে দূরে থাকাই ভালো। আর যেহেতু আমরা এসব মানুষকে কখনোই যাচাই করে দেখতে পারব না যে তারা কেমন সেই জন্য অনেক বেশি ভাবনা চিন্তা করে এসব ব্যক্তির ওপর বিশ্বাস করা উচিত। কারণ দূর থেকে যেহেতু মানুষ চেনা যায় না তাই দূরে থাকা মানুষের কাছ থেকে ঠকে যাওয়া সম্ভাবনা টাই বেশি থাকে। আমাদের আসলে সব সময় যে কোন মানুষকে বিশ্বাস করার আগে অনেক বেশি ভাবনা চিন্তা করে এবং যাচাই-বাছাই করে নেওয়া প্রয়োজন। কারণ কিছু কিছু মানুষ আমাদের বিশ্বাসের যোগ্যতা রাখে না।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

1000048056.jpg

1000048057.jpg

1000048059.jpg

আপনি ঠিক বলেছেন ভাইয়া দূর থেকে মানুষ চেনা কষ্টকর। আসলে অনেকে হয়তো দূর থেকে সব কিছু দেখে না তবে তাদের অনেক সময় শোনা কথা বিশ্বাস করতে হয়।আসলে কথা গুলো সত্যি কি না বুঝা মুশকিল। তাই আমাদের সবার উচিত সব কিছু ভেবে চিন্তে করা। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।