বাচ্চাদের জন্মদিনে কাটানোর অনুভূতি

in hive-129948 •  10 days ago 

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

বাচ্চাদের জন্মদিনে কাটানোর অনুভূতি

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা অনুভূতি মূলক পোস্ট নিয়ে। আসলে বর্তমান আমাদের আর জন্মমদিনের কথা মনে রাখতে হয় না বাচ্চাদের । কারণ তারা জন্মদিন কবে বেশ ভালোই মনে রাখতে পারে। যাইহোক বর্তমান বাচ্চারা অন্য জিনিস এর থেকে জন্মদিনকে বেশি প্রাধান্য দেয়।যদিও এবার জন্মদিন করার তেমন ইচ্ছে ছিল না। তারপরেও বাচ্চাদের জন্য একটু করতে হয় আরকি। আসলে বাচ্চাদের আনন্দের জন্য বেশি কিছু লাগে না, তাদের সামান্য কিছু হলেই আনন্দের শেষ থাকে না। যখন না করেছি তখন মেয়ের মন অনেক খারাপ তাই ছোট একটু আয়োজন করেছি।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000026966.jpg

1000026974.jpg

1000026974.jpg

আসলে আমি যেহেতু হঠাৎ করেই আয়োজন করেছি সেই ক্ষেত্রে তাদের পাশে আমি একটু ও থাকতে পারিনি। আসলে আমি এদিকে রান্না করতে ব্যস্ত আর অন্য দিকে বাচ্চারা কেক কাটার জন্য অস্হির। আসলে আমার মনে হয় বাচ্চাদের খাবারের চেয়ে কেক বেশি প্রিয়। জন্মদিনের কেক হলে তাদের আর কিছু লাগে না। যাইহোক আমি বললাম তোমরা সব কিছু রেডি কর আমি খাবার রেডি করে খাওয়া দাওয়া শেষ করে আসব।তবে তারা কিছু সময় আনন্দ করে কেক নিয়ে বসে আছে।আসলে অনেক ব্যস্ত ছিলাম তাই তেমন কোন ফটোগ্রাফি করতে পারিনি। সামান্য কিছু ফটোগ্রাফি করেছি।তারা কেক সামনে নিয়ে অনেক মজা করেছিল। এই মূহুর্ত দেখে সত্যি অনেক ভালো লাগলো।

1000026977.jpg

1000026973.jpg

তারপর বাচ্চারা কেক কাটার জন্য রেডি হয়ে গেল।আসলে বলতে দেরি তো করতে দেরি নয়। তারপর তারা সবাই মিলে কেক কাটতে শুরু করে দিল।আসলে সবাই তো বাচ্চা মানুষ একেক জন একেক পিস কেক নিয়ে খাওয়া শুরু করে দিল

1000026979.jpg

1000026982.jpg

তারপর তারা একজন আরেক জনকে কেক খাওয়ালো।আসলে বাচ্চাদের এমন আনন্দ দেখে অনেক ভালো লাগলো। সত্যি বাচ্চাদের এই আনন্দ বলে বুঝানো সম্ভব নয়। বাচ্চারা জন্মদিনের কেক মাঝে মাঝে খায় তবে জন্মদিনের মতো কখনো আনন্দ পায় না। তাদের এই মূহুর্তে দেখে অনেক ভালো লাগলো। এমন মূহুর্ত বাচ্চাদের মাঝে বারবার ফিরে আসুক। বেশ ভালো সময় কাটিয়েছে বাচ্চারা। এমন দিন বারবার তাদের মাঝে ফিরে আসুক। সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন।
প্রলয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

1000027007.jpg

বাচ্চারা জন্মদিনে খুবই খুশি হয়। আর উদযাপন করে জন্মদিন উদযাপন করতে খুবই ভালো লাগে বাচ্চাদের। আপু আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম এবং ভালো লাগলো।

ধন্যবাদ ভাইয়া