হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা
অনু কবিতা-১
তোমার চোখে একরাশ গল্প ছিল,
যা কোনো ভাষায় বলা যায় না।
আমি চুপচাপ তাকিয়ে ছিলাম,
তোমার দৃষ্টিতে এক অজানা টান ছিল।
তখনই বুঝেছিলাম,
ভালোবাসা সবসময় শব্দ চায় না,
কখনো কখনো শুধু একবার দেখা,
একটি নিরব সম্মতি,আমার জন্য যথেষ্ট ।
অনু কবিতা-২
তোমার হাসিতে লুকানো থাকে সকাল,
আর আমার নীরবতায় গেঁথে থাকে রাত।
আমরা দুজন, দুটি ভিন্ন সুর,
তবু একসাথে গাই প্রেমের গান।
তোমার চোখে স্বপ্ন, আমার মনে গল্প,
একসাথে তারা জুড়ে যায়,
কবিতার মতো করে গড়ে ওঠে এক সম্পর্ক,
যেখানে আমরা দুটি হৃদয়,
একই কাব্যের দুটি মন।
অনু কবিতা-৩
সে আর আসেনি বহুদিন,
তবুও আমি রোজ জানালায় তাকাই,
হয়তো আজ, হয়তো আগামীকাল,
তার ছায়াটা আবার ফিরে আসবে।
আমি প্রতিদিন ফুল রাখি টেবিলে,
যেন সে ফিরে এসে হাসে।
ভালোবাসা মানে শুধু হাতে হাত ধরা নয়,
অপেক্ষার প্রতিটি মুহূর্তেও
ভালোবাসা বেঁচে থাকে, নিঃশব্দে।
অনু কবিতা-৪
তোমার ছোঁয়ায় এক অদ্ভুত শান্তি থাকে,
যেন জোছনার নিচে বসে থাকা কোনো গান।
শব্দ না থাকলেও সব বোঝা যায়,
একটি স্পর্শে হাজার কথা লুকিয়ে থাকে।
হাত ধরলে বুঝি,
তোমার হৃদয়ের দরজাগুলো খুলে যায় ধীরে ধীরে,
ভালোবাসা তখন আর চিৎকার করে না,
নীরব থেকেও বলে দেয়,আমি আছি,
সবসময় তোমার পাশে।
https://x.com/rayhan111s/status/1939674331103293600?t=HaIXQgunQxScEkhd47YDIg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। তবে আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। আর অনু কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। আর ছোট ছোট অনুভূতি আবেগ এবং ভালোবাসাগুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। ধন্যবাদ এত চমৎকার চমৎকার অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার লেখা বরাবরই অনু কবুতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকে ও আপনার কবিতাটি পড়তে আমার কাছে ভীষন ভালো লেগেছে। খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/rayhan111s/status/1940407104491405705?t=xXSupxGrbyKFOljmYnuTrg&s=19
https://x.com/rayhan111s/status/1940407714238304499?t=1aG-YKptDZxJLfVnhYBTpA&s=19
https://x.com/rayhan111s/status/1940407982099140937?t=10NeenMjzJpkR-Ezejt4kQ&s=19
https://x.com/rayhan111s/status/1940408133073154251?t=WHIUEQTGzjsfTGQGqXj16g&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit