হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমার জীবনে সব থেকে দীর্ঘতম রেল জার্নি হচ্ছে এটাই প্রথম। তবে এর আগেও গিয়েছিলাম আরো এক জায়গায়। সেটা হচ্ছে পার্বতীপুর থেকে পঞ্চগড়। তবে পার্বতীপুর থেকে পঞ্চগড় ট্রেন জার্নি থেকে ঢাকা টু নীলফামারী এই জার্নিটা আমার কাছে অনেক বেশি উপভোগ্য লেগেছে। পুরো সময়টাই যেন মনের মধ্যে আনন্দ দিয়ে যাচ্ছিল। নতুন নতুন রেলওয়ে স্টেশন নতুন নতুন জায়গা দেখছিলাম ট্রেনের জানালা দিয়ে। চলুন জেনে নেওয়া যাক কেন এই জার্নি টা নিয়ে আমি এত বেশি উৎসুক—!
আমি একটা জিনিস কি মনে করি জানেন? জীবনে প্রথম যেটাই আপনি করেছেন একটু ভেবে দেখেন ঐ জিনিসটার প্রতি আপনার মনের অনুভূতি কেমন ছিল—হ্যাঁ বন্ধুরা জীবনে প্রথম যেটাই করুন না কেন সেই জিনিসটার প্রতি নিজের মনের আনন্দটা অন্যরকম থাকে। ঠিক তেমনি ঢাকা থেকে নীলফামারী ট্রেন ভ্রমণ আমার জীবনে এটাই প্রথম ছিল। এই পুরো জার্নিটাই সত্যি বলতে আমার কাছে একদম মোহনীয় মনে হয়েছিল। অনেকগুলি নতুন নতুন রেলওয়ে স্টেশন এবং নতুন নতুন দৃশ্য চোখে পড়ছিল। যেগুলোকে আমি আমার ফোনে ক্যাপচার করে নিয়েছি।
সে সকল দৃশ্যগুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে শেয়ার করব। তবে রেলওয়ে স্টেশনে পৌঁছানোর জন্য অনেক বেশি কষ্ট করতে হয়েছে আমাকে। আমি ছিলাম আশুলিয়ার বাইপাইলে। সেখান থেকে ঢাকা রেলওয়ে স্টেশন তথা কমলাপুর রেলওয়ে স্টেশন পৌছাতে কি পরিমাণের বেগ পোহাতে হয় সেটা নিজে না গেলে বুঝতে পারবেন না। এমনিতেই ঢাকা শহরে কিছু জায়গা রয়েছে যেগুলোতে প্রতিনিয়ত জ্যাম লেগেই থাকে। বর্তমানে তো রাস্তায় আরো জ্যাম কেননা সামনে ঈদ। আর ঈদকে কেন্দ্র করেই এখন থেকে অনেক মানুষ বাসায় ফিরে যেতে শুরু করেছে।
আমি এই জার্নিটা করেছি গতকালকেই। ট্রেনের মধ্যে নাটোরে এসে চা খেয়েছিলাম। দুধ চা। সত্যি বলতে আমার কাছে এতটাই ভালো লেগেছে যেটা আপনাদের বলে প্রকাশ করতে পারবো না। মোটকথা পুরো জার্নিটাই আমার কাছে একেবারে আনন্দমুখর মনে হয়েছিল। অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সব মিলিয়ে আমাকে ভীষণ ভালো লেগেছে। আজকের মত এ পর্যন্তই বন্ধুরা। পরবর্তীতে এই ট্রেন জার্নির আরো নতুন ধরনের কিছু মুহূর্তকে আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1927715974553158066?t=gVw_1rqjIe9Jsbej4SUbHQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thanks for your support.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটি ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার লেখার মাধ্যমে যেন চোখের সামনে পুরো ট্রেন জার্নিটা ভেসে উঠল। বিশেষ করে প্রথমবারের দীর্ঘ ট্রেন যাত্রার অনুভূতিগুলো খুব চমৎকারভাবে তুলে ধরেছেন। নতুন নতুন স্টেশন আর জানালার বাইরের দৃশ্য যেন মনটা ভরে দিল। ছবিগুলোও দারুণ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit