আসসালামু আলাইকুম
হাই! বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, ফসলের মাঠের খুব সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যেখানে শীতকালীন সবজি টমেটো আর মিষ্টি কুমড়ার সৌন্দর্য খুঁজে পাবেন।
Photo Editing by PicsArt app
Infinix Hot 11s
বেশ কিছুদিন আগে শ্বশুরের এলাকা ভ্রমণ করতে গেছিলাম। শশুরের এলাকা ভ্রমণ করতে গিয়ে নেমেছিলাম শ্বশুরদের ফসলের মাঠের দিকে। শুনেছিলাম নতুন পদ্ধতিতে টমেটো চাষ করেছে এবার। খুব ইচ্ছে হয়েছিল এই পদ্ধতিটা দেখার জন্য। শুনেছিলাম নতুন একটা পদ্ধতি শহর থেকে প্রশিক্ষণ নিয়ে শিখে এসেছে বড় আঙ্কেলের ছেলে। এজন্য এলাকা ভ্রমণ করতে গিয়ে নেমেছিলাম ফসলের মাঠের দিকে। উপস্থিত হয়ে দেখলাম খুব সুন্দর ভাবেই টমেটো চাষ শুরু করেছেন। এর আগে কোনদিন এমন পদ্ধতিতে টমেটো হতে আমাদের এলাকায় দেখি নাই। প্রথমত জায়গায় জায়গায় বাঁশ কেটে কেটে পুতেছেন। এরপর লম্বালম্বি বাশ একাধিক খুঁটিবাশের সাথে বেঁধে দিয়েছেন। এরপর সুতা দিয়ে অনেক সুন্দর ভাবে টানা দিয়েছেন। এবার তার উপর দিয়ে সুতার জাল দিয়ে দিয়েছেন। আর সুতার জালের মাঝখান দিয়ে বের করে দেয়া হয়েছে টমেটো গাছগুলো। টমেটো গাছগুলো কার্পেটের মাঝখান দিয়ে লাইন বাই লাইন একটি একটি করে। এমন চাষ পদ্ধতি ভিডিওর মাধ্যমে চীনদেশদের দেখা যায়।
Photography device: Infinix hot 11s
location
প্রথমে যখন আমি বাড়ি থেকে এই পদ্ধতিটা শুনেছিলাম বেশ ইন্টারেস্টিং মনে হয়েছিল। তাই ভেবেছিলাম শ্বশুরবাড়িতে উপস্থিত হয়ে সেই ফসলের মাঠগুলো দেখে আসবো এবং ঘুরে আসবো এলাকার ফসলের মাঠ সহ বিভিন্ন জায়গা। তাই প্রথমেই ফসলের মাঠ দিয়ে ভ্রমণ শুরু করেছিলাম। শ্বশুরের বাড়ি থেকে বেশ দেড় দুই কিলো পথ অতিক্রম করে দেখতে পারলাম দীর্ঘ পাঁচ বিঘা টমেটার জমি। কিছু কিছু জায়গায় টমেটো গাছগুলোতে দেখলাম ফুল এসে গেছে। আবার খেয়াল করলাম কিছু কিছু জায়গায় ছোট ছোট টমেটো গাছ লাগানো হয়েছে মাঝখান দিয়ে। এছাড়াও পাশের একটা জমিতে অনেক মিষ্টি কুমড়ার গাছ লাগানো হয়েছে। সেই মিষ্টি কুমড়ার গাছে লক্ষ্য করে দেখলাম ভেতরে ভেতরে অনেক সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া ধরেছে। এই কুমড়াটা হাইব্রিড বিদেশি কোন এক জাত। বেশ ভালো লাগলো এমন ফসলের মাঠ ভ্রমণ করে। আপনারা জানেন আমি এমনিতে ফসলের মাঠ বেশি পছন্দ করি। এছাড়া নিজে ফসলের পাশাপাশি শাকসবজি উৎপাদন করে থাকি।
Video device: Infinix hot 11s
location
বিকেলের এই প্রাকৃতিক পরিবেশের আবহাওয়াটা বেশ মানিয়েছিল সেদিন। হালকা সূর্যের আলো গায়ে লাগছিল। নিরবে ঠান্ডা হাওয়া। এতে বোঝা গেছিল চলে এসেছে শীতের সময়। সাথে ছিল জীবনসঙ্গী। একসাথে কিছুটা সময়ের জন্য এভাবেই ফসলের মাঠে ফটো ভিডিও ধারণ করছিলাম। দুজনে চলেছিলাম দীর্ঘ ফসলের আইল এর উপর দিয়ে। আশেপাশের লক্ষ্য করে দেখলাম কৃষক ভাইয়েরা তাদের জমি চাষ করছে। এছাড়াও সেখানে রয়েছে বক পাখি। অনেক মানুষের গরু ছাগল চড়াই করছেন। নিকটে একটি জায়গায় দেখলাম পুকুর থেকে মাছ ধরছে অনেক মানুষের। খুবই ভালো লাগছিল এই সুন্দর স্থানটা অবস্থান করে। এই স্থানটা ছিল তিন গ্রামের মধ্যবর্তী জায়গা। গ্রামের নাম বাচামারি, শালদা ও ভাংবাড়ি। বিবাহর সূত্র থেকেই এই স্থানে আমার উপস্থিত হওয়া। এর আগে কোনদিন কোন কারনে আসা হয়নি এমন স্থানগুলোতে। স্থানটা মেহেরপুর এবং চুয়াডাঙ্গার মধ্যবর্তী স্থান। আবারো ইচ্ছে রয়েছে খুব শীঘ্রই ফসলের মাঠের সৌন্দর্য দেখার জন্য উপস্থিত হব। যেন সরিষা ফুলের সৌন্দর্য ভিডিও ধারণ করতে পারি এখান থেকে।
Photography device: Infinix hot 11s
location
ভিডিও বিষয়ক | তথ্য |
---|---|
বিষয় | শীতকালীন ফসল |
ভিডিও ডিভাইস | মোবাইল ফোন |
ভিডিও ম্যান | @sumon09 |
Editing app | PicsArt & inshot |
YouTube channel | সোর্স |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
07-12-24
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরিব্বাস এটা তো দেখতেছি একদম ইউনিক পদ্ধতি টমেটো চাষ করার জন্য। ফটোগ্রাফিতে মোটামুটি ভালই দেখা যাচ্ছিল কিন্তু ভিডিওগ্রাফিতে বিষয়টি স্পষ্ট ভাবে দেখতে পেলাম। আসলেই চমৎকার একটি পদ্ধতি। আর শশুর এলাকায় গিয়ে আপনি এরকম ইউনিক একটি টমেটো চাষের পদ্ধতি সম্পর্কে জানতে পারলেন এবং আমাদের মাঝে শেয়ার করলেন সত্যিই বিষয়টি জানতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ ভাই টমেটো চাষের ইউনিক একটি পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ নতুন পদ্ধতি শুরু হয়েছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ফসলের মাঠের সুন্দর ভিডিও ক্যাপচার করেছেন ভাই। অনেকদিন পর আপনার ভিডিওর মাধ্যমে এই ধরনের গ্রামীণ পরিবেশে চাষাবাদ দেখতে পেলাম। তবে পলিথিন দিয়ে ঢেকে রাখা আমার কাছে ইউনিক মনে হয়েছে। চীন দেশের পদ্ধতি বাংলাদেশের প্রয়োগ হচ্ছে, খুবই ভালো উদ্যোগ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই নতুন নতুন উদ্যোক্তা এসেছে দেশে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের শশুর বাড়ির এলাকাতে দেখছি দারুণভাবে টমেটো চাষ করা হয়। তবে এভাবে আমি আমঝুপি তে টমেটো চাষ করতে দেখেছি। এভাবে টমেটো চাষ করলে নাকি খুবই ভালো ফলন আসে। তবে আজকে আপনার পোস্টে ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভিডিওটা প্লে করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit