আমরা যেই প্রজন্মের ছিলাম সেই প্রজন্মতে হয়তো একেবারে ছোটবেলায় কার্টুন দেখার সেসব সৌভাগ্য হয়নি। তবে দিন যত চলে গেছে তত তাড়াতাড়ি আমাদের এই প্রযুক্তির উন্নতি ঘটেছে এবং আশেপাশের অনেক ধরনের টেকনোলজির পরিবর্তন ঘটেছে। তার বদৌলতেই কিন্তু বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের কার্টুন উপভোগ করি। বিশেষ করে ছোটবেলায় আমাদের একটি মজার অধ্যায় ছিল সেটা হচ্ছে ডোরেমন কার্টুন।
আমাদের বিনোদনের অনেকগুলো উপায় ছিল তার মধ্যে সবথেকে প্রিয় কার্টুন যেগুলো ছিল তার মধ্যে ছিল ডোরেমন কাটুন আমার সবথেকে ফেভারেট ছিলো। ছোটবেলায় অবসর সময় পেলেই ডোরেমন কার্টুন দেখতে বসে পড়তাম। যদিও তখনকার সময় খুব বেশা একটা ডিভাইস ছিল না। সিডি কিংবা ডিভিডি তে করে এই কার্টুনগুলো আমার বাবা বাজার থেকে নিয়ে আসতো।
ছোটবেলায় শুধুমাত্র ডোরেমন নয় আরো কিছু কিছু কার্টুন ছিল যেমন পিকাচু এবং টম এন্ড জেরি এসব কিছু বর্তমানে সময়ের বেড়াজালে পড়ে কেন জানি হারিয়ে গেছে। এছাড়াও বেন টেন কার্টুন ছিল আমার অনেক ফেভারিট কিন্তু সময়ের বিবর্তন সেগুলো কেন জানিয়ে কোথায় হারিয়ে গেছে। এইতো কিছুদিন আগেই খবরে জানতে পারলাম কার্টুন নেটওয়ার্ক নামের চ্যানেলটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আপনারও কি আমার মত ছোটবেলায় কার্টুন দেখতেন। তাহলে অবশ্যই মন্তব্য জানাতে পারেন আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
So cute
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit