আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নোংরা ফেলা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে আমরা জানি যে যেসব মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় থাকতে পছন্দ করে তারা কিন্তু অনেক বেশি উন্নত মস্তিষ্কের হয়ে থাকে। অর্থাৎ চিন্তাভাবনা অন্যান্য মানুষের চিন্তা ভাবনা থেকে অনেকটা আলাদা হয়। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে যারা নোংরা প্রকৃতির লোক এবং যেখানে সেখানে নোংরা ফেলে তাদের আচার-আচরণও কিন্তু অনেকটা নোংরা প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ এই লোক গুলো যেহেতু নিজেরা ভালো নয় তারা কখনো অন্যের ভালো চায়না এবং পরিবেশকে কি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেটিও কখনো চিন্তাভাবনা করে না। আমরা যদি আমাদের চারিপাশে নোংরা না পেলে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে কিন্তু আমাদের মনটা সব সময় ভালো থাকবে।
একটা জিনিস আপনি কখনো খেয়াল করে দেখেছেন যে আপনি যদি কোন একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসবাস করেন তাহলে আপনাদের মধ্যে আলাদা ধরনের একটা আনন্দ সৃষ্টি হবে। অর্থাৎ আপনি সেই পরিবেশে হাঁটাচলা করতে যেমন পছন্দ করবেন ঠিক সেই জায়গার মানুষগুলোর সাথে মেলামেশা করতেও অনেক বেশি ভালো লাগবে। আসলে একটা জিনিস আমরা সবাই জানি যে আমরা যদি যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলি তাহলে সেই নোংরা আবর্জনায় বিভিন্ন ধরনের রোগ জীবাণু বসবাস করবে এবং এই রোগ জীবাণু যখন আমাদের শরীরে প্রবেশ করবে তখন আমাদের শরীরে কিন্তু মারাত্মক ধরনের রোগের সৃষ্টি হবে। এছাড়া প্রতিবছর মানুষ কিন্তু এই ধরনের রোগ জীবাণুতে আক্রান্ত হয়ে মারাত্মক মারা যায়।
আসলে সরকারের একার পক্ষে কিন্তু পুরো দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা কখনো সম্ভব হয় না। আর আমরা মানুষ যদি সচেতন না হয়ে যেখানে সেখানে নোংরা আবর্জনা প্রতিনিয়ত হেলি তাহলে কিন্তু আমাদের পরিবেশটা ভীষণভাবে খারাপ হতে শুরু করবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা সব সময় চায় যে তাদের চারিদিকটা কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আসলে শুধুমাত্র দুই একজন মানুষ চাইলে আমাদের চারিপাশ কখনো পরিষ্কার-পরিচ্ছন্ন হবে না। সর্বপ্রথম আমাদের সবাইকে অবশ্যই সচেতন হতে হবে। এছাড়াও আমরা যদি এইসব মানুষদের ভিতরে নোংরা আবর্জনার ক্ষতি সম্পর্কে একবার অবগত করতে পারি তাহলে কিন্তু তারা হয়তোবা এই ধরনের খারাপ কাজ থেকে বের হয়ে আসতে পারবে।
কেননা আমাদের দায়িত্ব অবশ্যই নির্দিষ্ট স্থানে নোংরা আবর্জনা ফেলা এবং কেউ যদি কোথাও নোংরা আবর্জনা ফেলে তাহলে তাকে অবশ্যই বোঝাতে হবে যে যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলার ফল কতটা খারাপ। এজন্য একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে যা কিছুই হয়ে যাক না কেন আমরা কখনো যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলব না এবং কেউ যদি নোংরা আবর্জনা ফেলতে আসে তাহলে আমরা অবশ্যই প্রতিবাদ করব। এভাবে আমরা যদি সবাই মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি যেখানে কোন নোংরা আবর্জনা থাকবে না তাহলে সেই জায়গার মানুষগুলোর মধ্যে তেমন একটা বেশি রোগ জীবাণু কখনো প্রবেশ করতে পারবে না। এভাবে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারব।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
In most cities around the world, similar situations occur where people do not respect the environment... they do not care about damaging ecosystems, they build in inappropriate spaces, they harm recreational areas, we must become aware that by doing so we are destroying the legacy we must leave for future generations... and thus avoid catastrophes that directly affect the most vulnerable populations. I really liked your topic, congratulations for caring about the health of your environment.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This article is very relevant; taking care of the public environment reflects a person's noble qualities. I hope everyone has this awareness to protect the environment.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit