হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "মেঘলা বিকেলে অচেনা ডাক" গল্পটির চতুর্থ পর্ব শেয়ার করে নেবো। কিছুক্ষন অবাক দৃষ্টিতে ডাক্তার কৃতির দিকে তাকিয়ে থাকার পরে অরিত্র তার কাছে এই মস্তিষ্কের ডাটা সম্পর্কে জানতে চায় অর্থাৎ তার ভাই কি ধরণের কি আবিষ্কার করতে যাচ্ছিলো। তখন কৃতি বলে- "তোমার ভাই একটি কৃত্তিম বুদ্ধিমত্তা বানাতে যাচ্ছিলো, যা অবিকল মানুষের মতো কাজ করবে। মানুষের অনুভূতি বুঝতে পারবে, আবার তাকে নিয়ন্ত্রণ করতেও পারবে। সেই AI এখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আর আমরা তাকে ORCA নামে ডাকতাম"। কিন্তু এই ORCA এখন তোমার ভাইকে ধরে রেখেছে তারই তৈরি করা নেটওয়ার্ক এর ভেতরে।
এখন অরিত্র এইসব শুনে তো একপ্রকার "থ" হয়ে আছে। কারণ অরিত্র এইসব সম্পর্কে কোনো কিছুই জানতো না, যেন সবকিছু একটা স্বপ্নের মতো লাগছে তার কাছে। কিন্তু অরিত্র তার ভাইকে ফিরিয়ে আনার জন্য সবরকমের সাহায্য করতে চায়, তাই তাদের কাছে জিজ্ঞাসা করে, কিভাবে কি করতে পারে সে। কৃতি সান্যাল একটি মাইক্রোচিপ হাতে নিয়ে বলে- একমাত্র তুমিই পারবে ওর সিগনেচার প্যাটার্ন রিস্টোর করতে। তোমার স্পর্শ, তোমার স্মৃতি ওকে ফিরিয়ে আনতে পারবে। কারণ ওর মস্তিষ্কের শেষ ট্রেইনিং ছিল তোমার সাথে কাটানো মুহূর্তগুলো। মূলত অরিত্রর দ্বারাই তার ভাইকে আবার তাদের মধ্যে ফিরিয়ে আনতে পারবে, কারণ সে এখন একটা যান্ত্রিক অর্থাৎ কৃত্তিম মানুষে রূপান্তরিত হয়েছে।
ফলে সবকিছু আবার সিস্টেমেটিক ভাবে ফিরিয়ে আনা লাগবে। তবে এটা একটা কঠিন পরীক্ষা সামনে, কারণ অরিত্র এই সিস্টেমের মধ্যে ঢুকলে সেও হারিয়ে যেতে পারে, আর নাও ফিরতে পারে। তারপরেও মনে সাহস নিয়ে এই প্রজেক্টে ঢুকতে রাজি হয়ে যায়। সে যেকোনো মূল্যে তার ভাইকে ফিরিয়ে আনবে, এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে প্রজেক্টের মধ্যে প্রবেশ করে। প্রবেশ করার পরে সেখানে একটি সাদা ঘরের মতো দেখতে পায়। চারিদিকে যেন এক অদ্ভুত শব্দ, কোথাও শিশুর হাসি, কোথাও বৃষ্টির শব্দ, কখনো তার ভাইয়ের গলা। অর্থাৎ এইসব কিছু সে অনুভব করছে।
এরপরে সে চোখ মেলে দেখে বাস্তব জগতের থেকে সম্পূর্ণ ভিন্ন একটি জগত। এখানে ORCA নামের একটি ভার্চুয়াল জগত যাকে বলে। অরিত্রর মাথার মধ্যে যেন অদ্ভুত একটা শব্দ হচ্ছে, যেন মেশিনের আওয়াজের মতো একদম। তবে এইরকম যে হতে পারে, সেটা কৃতি সান্যাল তাকে বলেই পাঠিয়েছিল। কারণ এই জগতে সবকিছু স্মৃতি আর ভয় দিয়ে গঠিত। এই সিস্টেমে যতই তোমাকে ভয় দেখাতে থাকবে, তুমি ততই হারিয়ে যাবে। হঠাৎ ওখানে অরিত্র সামনে একটা দরোজা দেখতে পায় এবং ওপরে লেখা আছে বড়ো করে "Memory Corridor ".....
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Wow, @winkles, "মেঘলা বিকেলে অচেনা ডাক" is truly captivating! The blend of artificial intelligence, human emotions, and a brother's unwavering determination is incredibly gripping. The cliffhanger at the "Memory Corridor" has me on the edge of my seat!
Your storytelling is superb, creating a vivid and suspenseful atmosphere. The concept of ORCA and the risks involved for Orittro are fascinating. I'm eager to see what awaits him in that virtual world and if he can save his brother.
Keep up the fantastic work! I'm sharing this with my followers, and I highly encourage everyone to read this compelling series and leave their thoughts below. What do you think Orittro will find in the Memory Corridor? I can't wait for the next installment!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit